ই-পেপার শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

শান্তির ‌অলিম্পিক গোল আর তৃষ্ণার হ্যাটট্রিকে ৮ গোলের জয় বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৫, ১৭:২৯
আপডেট  : ০৮ আগস্ট ২০২৫, ১৭:৩৪

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। প্রথম ম্যাচে ৩-১ গোলে লাওসকে হারানোর পর আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। গোল করার প্রতিযোগিতার দিনে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা। এ ছাড়া সাগরিকা, নবিরুন, শিখা, শান্তি ও মুনকি একটি করে গোল করেন।

দুই অর্ধেই বাংলাদেশ চারটি করে গোল করে। প্রথমার্ধের ইনজুরি সময়ে তৃষ্ণা প্রথম গোল করেন। ৫৩ মিনিটে তিনি দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ ফরোয়ার্ড। তৃষ্ণার তৃতীয় গোলে অবদান মোসাম্মৎ সাগরিকার। তিনি ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালের উদ্দেশে ঠেলে দেন। ফাঁকা পোস্টে প্লেসিংয়ে দুর্দান্ত গোল করেন তৃষ্ণা।

এর আগে ৭২ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ গোল করেন সাগরিকা। মধ্য মাঠ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। গত পরশু লাওসের ম্যাচেও জোড়া গোল করেছিলেন সাগরিকা। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়েও বাংলাদেশ গোল পায়। মুনকি আক্তারের গোলের সঙ্গে সঙ্গে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান।

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় গোল করেছেন শান্তি মারডি। ৩২ মিনিটে দুর্দান্ত গোল করেন তিনি। ডান প্রান্ত থেকে তার নেওয়া কর্ণার কিক সরাসরি জালে জড়ায়। কর্ণার থেকে কোনো ফুটবলারের স্পর্শ ছাড়া সরাসরি বল জালে জড়ালে সেটা ‘অলিম্পিক গোল’ হিসেবে আখ্যায়িত হয়। শান্তির গোলটি সেই রকমই।

তার নেওয়া কর্ণার কিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও সতীর্থ ফরোয়ার্ড বক্সে লাফিয়ে উঠলেও কেউই স্পর্শ করতে পারেননি। গোলরক্ষকও বলের ফ্লাইট মিস করেন। বল সবাইকে ফাঁকি দিয়ে সাইড পোস্টের ভেতর দিয়ে জালে প্রবেশ করে। সাফ অ-২০ টুর্নামেন্টে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন শান্তি মারডি। এএফসি'র আসরেও আলো ছড়াচ্ছেন এই ফুটবলার।

তিন মিনিট পর একই প্রান্তে বাংলাদেশ আবার কর্ণার পেয়ে আরেকটি গোল করে। এবার গোলের যোগানদাতা শান্তি। তার নেয়া কর্ণারে বক্সের মধ্যে নবিরুন খাতুন হেড করে গোল করেন। প্রথমার্ধে বাংলাদেশের চারটি গোলের তিনটিই কর্ণার থেকে। ২০ মিনিটে বা প্রান্ত থেকে স্বপ্না রাণীর কর্ণারে শিখা হেডে বল জালে জড়ান।

বাঁ প্রান্তে স্বপ্না আর ডান প্রান্তের কর্নার কিকগুলো শান্তি নিয়েছেন। বাংলাদেশ এই পরিকল্পনায় প্রথমার্ধে তিন গোল আদায় করে। দ্বিতীয়ার্ধের চারটি গোলই আবার ফিল্ড প্লে থেকে পেয়েছে বাংলাদেশ। উভয় দিকেই সমান দক্ষতা দেখিয়েছেন আফিদারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিক লাওসকে পরাজিত করেছিল। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬ ও গোল ব্যবধান ১০। বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচে বাস্তবিক অর্থে পয়েন্ট আদায় করা অসম্ভব আফিদাদের জন্য। কোরিয়া এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। ফলে বাংলাদেশের লক্ষ্য ভালো গোল ব্যবধান রেখে রানার্সআপ পজিশনে থাকা। যেন আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্স-আপ হয়ে আগামী বছর মূল পর্বে খেলা যায়।

আমার বার্তা/এমই

ব্যালন ডি’অরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন রোনালদো

একসময় ব্যালন ডি’অরের তালিকা মানেই সেখানে দেখা যেতো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে সময় বদলে গেছে।

ক্রীড়া উপদেষ্টা উদ্বোধন করলেন ১৪টি মিনি স্টেডিয়াম

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও

বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা

বিগত কয়েকবছর ধরেই ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক পর্যায় দিয়ে শুরু, তবে

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ নারী দল

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে তথ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না: সালাহউদ্দিন

যারা নির্বাচন ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: দুদু

সাংবাদিক তুহিনের নির্মম হত্যার নেপথ্যে হ্যানিট্র্যাপ: জিএমপি কমিশনার

বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বাণিজ্য হয়েছে: সালাহউদ্দিন আহমদ

ব্যালন ডি’অরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন রোনালদো

নিউইয়র্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

১১তম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, বেতন বাড়বে কর্মকর্তাদেরও

সমগ্র বাংলাদেশের মানুষ ভালো পরিবর্তন চায়: তারেক রহমান

শুধু হল নয়, পুরো ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করা উচিত

দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে: আসিফ

জুলাই সনদকে আইনিভাবে বাস্তবায়ন করতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

বহিষ্কারের পরও বেপরোয়া চাঁদাবাজি, যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত ১

বিএনপি নেতাকে তুলে নিলো কোস্টগার্ড, অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি

কবে, কোথায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন, জানালেন ট্রাম্প

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ হয়েছেন: রুহুল আমিন

ঢাবিতে উপাচার্যের সঙ্গে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক

আসামি স্বাধীনের সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা