ই-পেপার মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

মালয়েশিয়া শ্রমবাজার চক্রের ১০৩ এজেন্সির বিরুদ্ধে মামলা

ফকরুল-নূর আলী সিন্ডিকেট সক্রিয়
শাহীন আবদুল বারী:
১৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৫
আপডেট  : ১৬ অক্টোবর ২০২৪, ২১:৩৫

বর্তমান অন্তবর্তী সরকার ইতোমধ্যে আশার আলো দেখিয়েছেন। গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎকালে তিনি বিশ হাজার শ্রমিকের বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করে বলেন, খুব তাড়াতাড়ি বিশ হাজার শ্রমিককে মালয়েশিয়া নেয়া হবে এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায়ীক সম্পর্ক গড়ে উঠবে। তিনি ৪ ঘন্টার ঝটিকা সফরে এসে পতিত সরকারের রেখে যাওয়া বিশ হাজার শ্রমিকের সমস্যা সমাধান করার আশ্বাস প্রদান করেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে। বৈঠকে উপদেষ্টা পরিষদের অন্যান্য উপদেষ্টাগণ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। মালএশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস একে আরেকের পরিপূরক বন্ধু বলেও বৈঠকে উল্লেখ করেন। এদিকে মালয়েশিয়া চক্রের ২৪ হাজার কোটি টাকা আত্নসাতকারী ১০৩ এজেন্সির বিরুদ্ধে সম্প্রতি পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা টি করেছেন পল্টন থানাধীন ৭৮/ই, পূরানা পল্টন লেন, বিজয়নগরস্থ আফিয়া ওভারসীজ (আরএল-১০১০) এর প্রোপাইটর মো. আলতাফ খান। তবে মামলা করার পর আলতাফ খান প্রশাসনের সাথে যোগাযোগ করেননি বলে পল্টন থানায় ওসি জানিয়েছেন।

অন্যদিকে বিতর্কিত ব্যবসাী ফকরুল ইসলাম ও নূর আলীর নেতৃত্বে মালয়েশিয়া শ্রম বাজার দখলের চেষ্টা করছেন বাংলাদেশে এসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একাধিক নেতা ও কয়েক ব্যবসায়ী। তারা সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও সাক্ষাত করেছেন। সেখানকার কর্মকর্তাদের উপঢৌকন দিয়ে শ্রমবাজার নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন। কিন্তু তারা সফল হননি। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) একটি অভিযোগ জমা হয়েছে।

অপরদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে শ্রম বাজার সংকুচিত হয়ে পড়েছে। উন্মুক্ত হচ্ছে না নতুন শ্রমবাজার। শ্রমিক যাওয়ার সংখ্যা যেমন কমছে তেমনি কমছে রেমিট্যান্স প্রবাহ। দেশের বৈদৈশিক মুদ্রা আহরনের সবচাইতে খাতটিতে পঙ্গু করে রাখার নেপথ্যে দায়ী হিসেবে উঠে এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিনের নাম। তিনি গত বছরের ৪ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা শেখ হেলালের তদবীরে এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। জন শক্তি রপ্তানী ও কর্মসংস্থান সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মন্ত্রণালয়েও।

বিতর্কিত ব্যবসাী ফকরুল ইসলাম ও নূর আলীর বিরুদ্ধে দুদকে জমা হওয়া অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন, মাস বাংলা ওভারসীজের (আরএল নং-১৫৫৩) জামিল হোসেন, এইচআর ডেভলপমেন্ট সেন্টারের ফকরুল ইসলাম (আলএল-৪৫২), ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের (আরএল-২১), মোহা. নূর আলী, দামাসী কর্পোরেশনের (আরএল-৭২৭) নোমান চৌধুরী, জয়নাব জাফরীন ইন্টারন্যাশনালের (আরএল) মাহবুবুল করিম সিদ্দিক জাফর ও সাদিয়া ইন্টারন্যাশনালের (আরএল-৪৯২) শামীম আহমেদ নোমান। এছাড়াও এই চক্রে আরও আছেন খন্দকার ওভারসীজের (৮১২), মাইক্রো এক্সপোর্ট হাউজের (আরএল-৪৪৮) মো. মোস্তফা মাহমুদ, বায়রার ভারপ্রাপ্ত সভাপতি দাবি করা রিয়াজ ওভারসীজের (আরএল-৩০) রিয়াজ ও আফিয়া ওভারসীজের (আরএল-১০১০) আলতাফ খান।

দুদকের অভিযোগে আরো বলা হয়েছে, শেখ হাসিনার আমলে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ বাণিজ্যে ১০ সিন্ডিকেটের সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিলেন ফকরুল ইসলাম। মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা বাণিজ্যের জন্য বাগিয়ে নিয়েছেন নিজের মেডিক্যাল সেন্টার ওয়েলকাম মেডিক্যাল। প্রায় ৭০ হাজার কর্মীর নাম মাত্র স্বাস্থ্য পরীক্ষা করিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এখন পরিচয় লুকিয়ে কমপক্ষে দুইটি লাইসেন্স রয়েছে ১০১ রিক্রুটিং এজেন্সির তালিকায়। সহযোগী রিক্রুটিং এজেন্সির তালিকাতেও রয়েছে তার এজেন্সি ও ওয়েলকাম মেডিক্যাল সেন্টার। চলতি বছরের ৩১মে শ্রমবাজার বন্ধ হওয়ার পর তিনিসহ আরো কয়েকজন মিলে আবার চেষ্টা করছেন মালয়েশিয়ায় ভিন্ন ফর্মুলায় লোক পাঠানোর শক্তিশালী সিন্ডিকেট গঠনে। সম্প্রতি মালয়েশিয়ার ক্ষমতাশীল একটি রাজনৈতিক দলের ক্ষমতাধর কতিপয় নেতার সঙ্গে তাদের কয়েক জনের ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। জানা যায়, একটি রাজনৈতিক প্রোগ্রামে মোটা অংকের অর্থ স্পন্সর করার সূত্রে দাওয়াত পান ফখরুল ও তার অনুসারীরা। শুধু তাই নয়, দেখা করেছিলেন মালয়েশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে। সেখানকার কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেয়ায় দেশে ফিরে নিজেকে বঞ্চিত দাবী করে শুরু করেছেন নানা অপতৎপরতা।

জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী জানান, ফখরুল এখন বায়রার সভাপতি হওয়ার জন্য বিভিন্ন মহলের অনুকম্পা পেতে সিন্ডিকেট বিরোধী কথা বলছেন। অথচ তিনি সব সময়ই সিন্ডিকেটের অংশ ছিলেন এবং নিজেও সিন্ডিকেট করেছেন। ফখরুলের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, তিনি বিভিন্ন টকশো, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে শ্রমবাজারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তার বক্তব্যগুলো তার অনুসারীরা মালয়েশিয়াতে ছড়িয়ে দেয়ায় সম্ভাব্য নিয়োগকর্তারা বাংলাদেশী শ্রমিক বিমুখ হচ্ছেন।

বায়রা সদস্যরা বলেন, ১০১ সিন্ডিকেট ভুক্ত তার বেনামী প্রতিষ্ঠান ত্রিবেনি ইন্টারন্যাশনাল ও সেলিব্রেটি ইন্টারন্যাশনাল। যার নেপথ্য মালিক ফখরুল ইসলামের। তিনি নিজের লাইসেন্স সরাসরি ব্যবহার না করে অন্যের নামে ব্যবসা করছেন। অন্য যারা ব্যবসা করেন তাদের লাইসেন্স একটা অথচ তার লাইসেন্স ২টা। তাছাড়া অন্য ব্যবসায়ীরা হয়তো মূল ১০১ এজেন্সির মধ্যে অথবা সহযোগী রিক্রুটিং এজেন্সির মধ্যে ছিলেন। কেউ কেউ শুধু মেডিক্যাল সেন্টারে ছিলেন। তিনি একমাত্র ব্যক্তি সব জায়গায় আছেন। সংশ্লিষ্টরা জানান, তিনি ও তার সহযোগী সিন্ডিকেটের কারণে মালশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। ওই সব নেতাদের আগে জবাবহিতার আওতায় আনা জরুরী বলে মনে করছেন ব্যবসায়ীরা।

অভিযোগের বিষয়ে বায়রার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, আমি মালয়েশিয়ার একজন ব্যবসায়ী। মালয়েশিয়া কর্মী পাঠানো আমার অধিকার। আমি কর্মী পাঠিয়েছি কিন্তু আমি সিন্ডিকেট তো করিনি। তিনি বলেন, সম্মানিত সদস্যদের অধিকার রক্ষায় কথা বলে যাবো। আমার কোথাও কোনো কর্মীর সমস্যা হলে আমি অবশ্যই দায়িত্ব নেবো।

মালয়েশিয়া চক্রের ২৪ হাজার কোটি টাকা আত্নসাতকারী একশত তিন টি এজেন্সীর বিরুদ্ধে মামলা:

১.ইমরান আহমেদ (৬৪), (সাবেক মন্ত্রী-প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়), পিতা-মৃত রশিদ আহমদ, সাং-গ্রীপুর, থানা- জৈন্তাপুর, জেলা-সিলেট, ২. আহমেদ মুনিরুন্ত সালেরী (৫৯), (সাবেক সিনিয়র সচিব, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), পিতা-এ বি মোসলে উদ্দি আহমেদ, সাং-শাঁখচূড়া, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ ও লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবঃ) (২). সাবেক এমপি, ব্যবস্থাপনা পরিচালক-৫ এম ইন্টারন্যাশনাল লিমিটেড (আর এল-১৩২৭), সাং-৭৯ (লেভেল-৩৮), এম, শিকদার প্লাজা, চেয়ারম্যান বাড়ী, থানা-নানী, ঢাকা, ৪ আমীন (স্বপন) (৫৭), প্রোপাইটর- ক্যাথারসিস ইন্টারন্যাশনাল (আর এল-৫৪৯), সাং-প্লট-২১৮৫/এ, ব্লক-আই (এক্সটেশন), বসুন্ধারা সি/এ, মাদানী এভিনিউ, থানা-ভাটারা, ঢাকা, ৫। বেনজীর আহমেদ (৫৮), সাবেক এম পি ও প্রোপাইটর- আহমেদ ইন্টারন্যাশন - আর এল-১১৪৬), ইসলাম ইম্পিয়ার এসটেট, ৫৫/১, পুরানা পল্টন, ৬ষ্ঠ ফ্লোর, থানা-পল্টন মডেল, ঢাকা, ৬ নিজাম হাজারি (৫৯), সাবেক এমপি ও চেয়ারম্যান সিংঙা ওভারসিজ লিমিটেড (আর এল-১৫৫১), সাং-ই- ১০/১২. ৯ম তলা, পূর্ব পাশে, পল্টন চায়না টাউন, ৬৭/১, ৬৮, নয়াপল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৭। মোহাম্মদ মা রহমান (৫০), ব্যবস্থাপনা পরিচালক- ইম্পপেরিয়াল রিসোর্স লিমিটেড (আর এল- ১৮৭৪), রুম-০২, ফ্ল্যাট এ-১২, হাউজ-২১, সড়ক-১৭, কাজ বাশতি হরিজন, থানা-বানানী, ঢাকা, ৮। রফিকুল ইসলাম (৫৩), প্রোপাইটর- ব্রাদার্স ইন্টারন্যাশনাল (আর এল-১৫৭১), সাং-৪৮, বিজয় নগর, আইসিএল রেইওন বিল্ডিং, ফ্ল্যাট: ৩/সি, ৩য় তলা, থানা- পল্টন মডেল, ঢাকা, ৯। মোহাম্মদ সোহেল রানা (৩৮), প্রোপাইটর যেজি আলফালা ম্যানেজম্যান্ট (আর এল-১৮- ৬১), হাউজ-১০২/৫, বীর উত্তম জিয়াউর রহমান রোড, থানা-বনানী, ঢাকা, ১০। আরিফুর রহমান ( ৮২ ). প্রোপাইটর অপরাজিতা ওভারসীজ (আর এল- ১৩১৮), ডাঃ নবাব আলী টাওয়ার, ৪র্থ ফ্লোর, রুম-৪০২, ২৪, পুরানা পল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ১১। জামাল আবু জাহেদ (৪৮), ব্যবস্থাপনা পরিচালক ট্রান্স এশিয়া ইন্টেগ্রেড সার্ভিসেস লিমিটেড (আর এল-১৪৭২), সাং-হাউজা ৮২, নিউ এয়ারপোর্ট রোড, থানা-বনানী, ঢাকা, ১২। এস এম রফিক (৫০), ব্যবস্থাপনা পরিচালক- ইউনাটেড এক্সপোর্ট লিমিটেড (আর এল-৪৮৬), সাং-১৫৫-১৫৬, থানা- তেজগাঁও, ঢাকা, ১৩। রবিউল ইসলাম রবিন (৪৫), চেয়ারম্যান, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড (আর এল- ৪৪১), সাং-জি-নাত টাওয়ার, ৩য় ফ্লোর, ১১৬-১১৭, ফকিরাপুল, থানা-মতিঝিল, ঢাকা, ১৪ মোহাম্মাদ নাজিবুর রহমান (৪০), প্রোপাইটর-নাতাশা ওভারসীজ (আর এল-১৩১৫), সাং- ১/এ, সেনপারা পর্বত, শাহ আলী প্লাজা, রুম নং-১২০৬, ১১ তলা, মিরপুর-১০, থানা-কাফরুল, ঢাকা, ১৫। রুহুল আমিন (৫৪), প্রোপাইটর আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস (আর এল-৯৮১), সাং- বাসা- ১৩১৮, জিয়া বাগ, ময়নারটেক, উত্তরা, থানা-উত্তর খান, ঢাকা, ১৬। গোলাম মওলা (৫৭), ব্যবস্থাপনা পরিচালক জিএমজি টেডিং প্রাইভেট লিমিটেড (আর এল. ইযড়); সাং-জি এম জি টাওয়ার, ৮-৮৯/১, প্রগতি স্বরণি, উত্তর বাড্ডা, থানা-বাড্ডা, ঢাকা, ১৭। জাকির আহমেদ ভূঁইয়া (৪৭), প্রোপাইটর- আল ফারা হিউম্যান রিসোর্সেস এন্ড ফলস্যান্টেশি (আর এল-১৪৮৫), সাং-রূপায়ন করিম টাওয়ার, ফ্ল্যাট-১২/সি, ৮০, কাকরাইল, খানা-রমনা, ঢাকা, ১৮। মোহাম্মদ মাহবুব আলম (৫৩), প্রোপাইটর-ম্যানপাওয়ার কর্পোরেশন (আর এল- ১৭৩), সাং- ৪৩, মতিন ম্যানশন, রোড-১৭, বনানী বাজার, থানা-বনানী, ঢাকা, ১৯। নাসির উদ্দিন মজুমদার (সিরাজ) (৫৬), প্রোপাইটর-মদিনা ওভারসীজ (আর এল-৬৩৯), সাং- ১৬৫ (পুরান), ৪৭ নতুন, ডি আই টি এক্স টেশন রোড, ৩ তলা ফকিরাপুল, থানা-মতিঝিল, ঢাকা, ২০। রেজিয়া বেগম (৫২), প্রোপাইটর আল খামিস ইন্টারন্যাশনাল (আর এল-৬৮০), শ্যামা অফিস কমপ্লেক্স, ৬১/এ, নয়াপল্টন, ৪র্থ ফ্লোর, ভি আই পি রোড, থানা- পল্টন মডেল, ঢাকা, ২১। উত্তম কুমার রায় (৫৩), ব্যবস্থাপনা পরিচালক- স্ট্যানফোর্ট ইমপ্লোয়াম্যান প্রাইভেট লিমিটেড (আর এল- ১৩৫২), সাং- ১৬৭/৭, ডিআই টি এক্সটেশন রোড, সেকেন্ড ফ্লোর, থানা-পল্টন মডেল, ঢাকা, ২২। আলতাব হোসেন (৬০), প্রোপাইটর-সুলতান ওভারসীজ (আর এল- ৯০৬), সাং-বাড়ী-১০১, লেভেল-০৫, নতুন এয়ার পোর্ট রোড, কাকলী বনানী, সি/এ, খানা-বনানী, ঢাকা, ২৩। লিমা বেগম (৫০), প্রোপাইটর-জান্নাত ওভারসীজ (আর এল-১৪১৯), শহীদ তাজউদ্দিন সরণি, মগবাজার, থানা- রমনা, ঢাকা, ২৪। শাহিন কবির (৪৭), ফাইন্যান্স ডিরেক্টর, দ্যা সুপার স্ট্যান্ড লিমিটেড (আর এল-৫০১), সাং-৬৭, নয়াপল্টন, সিটি হার্ট, ৫ম তলা, থানা-পল্টন মডেল, ঢাকা, ২৫। সৈয়দ গোলাম সরোয়ার (৫৮), ম্যানেজিং পার্টনার, হায়দরী ট্রেড ইন্টারন্যাশনাল (আর এল-২৪০), সিটি হার্ট, বিল্ডিং, ব্লক-৬/৪, ৫ম তলা, ৬৭, নয়া পল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ২৬। মোঃ আসরাফ উদ্দিন(৫৭), প্রোপাইটর- প্রভাতি ইন্টারন্যাশনাল (আর এল-৯৩২), সাং- ৭৯, ব্লক-এ, ১ম তলা, জিয়া ইন্টারন্যাশনাল রোড, চেয়ারম্যান বাড়ি, থানা-বনানী, ঢাকা, ২৭। হাসান আহমেদ চৌধুরী কিরণ (৫৮), ব্যবস্থাপনা পরিচালক মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড (আর এল-৯৩৩); বাসা-৮৪, রোড নং- ১৭/এ, ব্লক-ই, থানা-বানানী, ঢাকা, ২৮। মোহাম্মদ নুর আলী (৫৮)ব্যবস্থাপনা পরিচালক ইউনিক ইস্টার্ণ প্রাইভেট লিমিটেড (আর এল-২১), জিপি-গ-১৩, প্রগতি সরণি, শাহজাদপুর, থানা-বাড্ডা, ঢাকা, ২৯। মোঃ কাউছার মৃধা (৫৯), প্রোপাইটর মুধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন (আরএল-১১০৮), বিএইচ প্লাজা, ক-৫০/২, জন্নাতপুর, শহীদ আব্দুল আজিজ সড়ক, ভাটারা নর্দা, থানা-ভাটারা, ঢাক ৩০। গোলাম মোস্তফা (৬২), ব্যবস্থাপনা পরিচালক প্রান্তিক ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিমিটেড (আর এল-৩১০), প্রাপ্তির সেন্টার, প্লট-২১, রোড-১৩, কোকাকলা রোড, ব্লক-জে, বারিধারা, থানা- গুলশান, ঢাকা, ৩১। মোঃ নোমান চৌধুরী (৫৫), চেয়ারম্যান-ধামাসি কর্পোরেশন লিমিটেড (আর এল-৭২৭), হাউজ নং-৩৩/এ, রোড-১২, ব্লক-এইচ, থানা- বনানী, ঢাকা, ৩২। মোঃ বশির (৫০), প্রোপাইটর-রাব্বি ইন্টারন্যাশনাল (আর এক্স-২৫৮), বাসা-৩০, রোড-০৪, ব্লক-সি, থানা- বনানী, ঢাকা, ৩৩। মোহাম্মাদ আরিফুল ইসলাম (৪৫), ব্যবস্থাপনা পরিচালক-আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভলোপম্যান্ট লিমিটেড (আর এল-১১৯৪), সাত্তারা সেন্টার, ৮ম তলা, ৩০/এ, নয়াপল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৩৪। বিশ্বজিৎ সাহা (৫২), প্রোপাইটর-অদিতি ইন্টারন্যাশনাল (আর এল-৯৮৩), সাং-১৬, দিলখুশা সি/এ, থানা-মতিঝিল, ঢাকা, ৩৫। মোঃ আব্দুল হাই (৫৮), প্রোপাইটর সেলিব্রেটি ইন্টারন্যাশনাল (আর এল-৫০৩), সাং-৫৪/বি, ইনার সার্কুলার রোড, শান্তিনগর, থানা-পল্টন মডেল, ঢাকা, ৩৬। মোঃ সুলাইমান (৫০) প্রোপাইটর-বিডি গ্লোবাল বিজনেস (আর এল-১২৩১), আজিজ কো-অপারেটিভ মার্কেট, শহীদ নজরুল ইসলাম সরণী, বিজয় নগর, থানা-রমনা, ঢাকা, ৩৭। শামিম আহমেদ চৌধুরি নোমান (৫৭), প্রোপাইটর-সাদিয়া ইন্টারন্যানশনাল (আর এল- ৪৯২), বাস-১৩২, রোড-১৩/সি, ব্লক-ই, থানা-বনানী, ঢাকা, ৩৮। ইঞ্জিঃ ইসতিহাক আহমেদ সৈকত (৫৫), ব্যবস্থাপনা পরিচালক-বি এন এস অভারসীজ লিঃ (আর এল-১৪৫০), বিএইচ প্লাজা, ক-৫০/২, জগন্নাতপুর, শহীদ আব্দুল আজিজ সড়ক, ভাটারা নর্দা, থানা-ভাটারা, ঢাকা, ৩৯। শেখ আজগর লক্ষর (৫২), ম্যানেজিং পার্টনার- গ্যালাকসি কর্পোরেশন (আর এল-৭৯৫), এইচ-১৫, বীর উত্তম জিয়াউর রহমান রোড, থানা- বনানী, ঢাকা, ৮০ মোঃ ফেরদাউস আহমেন বানল (৫৬), প্রোপাইটর-গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল (আর এল-৮৯১), বাসা-৪৬, রোড-১০, কামাল আতাতুর এভিনিউ, থানা-বনানী, ঢাকা, ৪১। মোঃ আলমগীর কবির (৪৩), ব্যবস্থাপনা পরিচালক আর আর সি হিউম্যান রির্সোস সার্ভিস লিমিটেড (আর এক্স-১৩০৭), সাং-৫৩৬, বৌদ্ধ মন্দির রোড, থানা-তুরাগ, ঢাকা, ৪২। গোলাম রাকিব (৩৮), ব্যবস্থাপনা পরিচালক- পি আর ওভারসীজ লিঃ (আর এল-১৯২৮), বিএইচ প্লাজা, ক-৫০/২, জগন্নাতপুর, শহীদ আব্দুল আজিজ সড়ক, ভাটারা নর্দা, থানা-ভাটারা, ঢাকা, ৪৩। মোঃ রুবেল (৪০), ব্যবস্থাপনা পরিচালক-ইফতি অভারসীজ লিঃ (আর এল-৮৯৪), ৮৯, কাকরাইল, গ্রীন সিটি, থানা- রমনা, ঢাকা, ৪৪। মাহবুব মি (৪৮), প্রোপাইটর- দরবার গ্লোবাল ওভারসীজ (আর এল-১২৯৫), সাইয়েম স্কাই ভিউ টাওয়ার, ৪৫, বিজয়া নগর, থানা-রমনা, ঢাকা, ৪৫। শাহাদত হোসেন (৫৫), ব্যবস্থাপনা পরিচালক- ৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড (আর এল- ৩৪৫), ইসলাম ইম্পিয়ার এস্টেট, ৫৫/১, পুরানা পল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৪৬। মোঃ রফিকুল হোসেন (৫৬), প্রোপাইটর-কাশিপুর ওভারসিজ (আর এল-১৩১৭), বাইবুল খায়ের, ১০তলা, পুরানা পল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৪৭। রাকিবুল ইসলাম শাহিন (৫১), ব্যবস্থাপনা পরিচালক মুবিন এয়ার ইন্টারন্যাশনাল লিঃ (আর এল- ১৫৬৭) ৬৭, নয়া পল্টন, সিটি হার্ট, ১২ তলা, থানা-পল্টন মডেল, ঢাকা, ৪৮। শেখ মোহাম্মাদ শহীদুর রহমান (৫৩), ব্যবস্থাপনা পরিচালক নাভিরা লিমিটেড (আর এল-৭১২) ৩, শহীদ তাজ উদ্দিন, মগবাজার, থানা- রমনা, ঢাকা, ৪৯। কামরুন নাহার হিরা মনি (৩৫), ব্যবস্থাপনা পরিচালক- রুবেল বাংলাদেশ লিমিটেড (আর এল-১৪৫৫); ১. ফকিরাপুল, হোটেল নুরানি, থানা-মতিঝিল, ঢাকা, ৫০। আসলাম খান (৫২) চেয়ারম্যান দিশারী ইন্টারন্যাশনাল লিঃ ( আর এল-৯৪৫); হাসান ভবন, তোপখানা রোড, থানা- শাহবাগ, ঢাকা ৫১। মোঃ রাশেদ খান (৪৫) পার্টনার- আল হেরা অভারসীজ ( আর এল-১৫৬৮); শিকদার প্লাজা, এইচ-৭৯, ব-ক-এম, বীর উত্তম জিয়াউর রহমান রোড, থানা-কনানী, ঢাকা, ৫২। মোহাম্মদ আলাউদ্দিন (৪৬) প্রোপাইটর- ফিউচার ইন্টারন্যাশনাল ( আর এল-১১৯৬); বাসা- ২৫, রোড-৪, ব-ক-এফ, থানা- বনানি, ঢাকা, ৫৩। কাজী মোঃ ফরহাদুর রহমান (৩২) ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ নরুজ্জামান এন্ড সন্স লিঃ ( আর এল-৭০৫), কাজী টাওয়ার, ২য় তলা, ইনার সার্কুলার রোড, থানা- পল্টন, ঢাকা, ৫৪। মোহাম্মদ রফিকুল হায়দার ভূঁইয়া (৪৪); ব্যবস্থাপনা পরিচালক, মিডওয়ে ওভারসীজ লিঃ (আর এল - ৬৩১), এইচ ৯৫, ৪তলা, বীর উত্তম জিয়াউর রহমান রোড, থানা-বনানী, ঢাকা, ৫৫। জসিম উদ্দিন আহমেদ (৪৭), ব্যবস্থাপনা পরিচালক, আহমেদ ইন্টারন্যাশনাল লিঃ (আর এল-১২৭২), ৫১/১, ভিআইপি রোড, ২য় তলা, নয়া পল্টন, থানা- পল্টন, ঢাকা, ৫৬। মনির হোসেন (৩৫) ব্যবস্থাপনা পরিচালক- জি এম জি এসোসিয়েট লিঃ ( আর এল-১১৪৩), বাসা-ছ-৭৯/১, প্রগতি সরণী নর্থ বাচ্চা, থানা- বাড্ডা, ঢাকা, ৫৭। মোঃ রফিকুল ইসলাম পাটয়ারি (৫০) প্রোপাইটর- আমান এন্টারপ্রাইজ ( আর এল -৭২৪), ৪০/১, ইনার সার্কুলার রোড, নয়া পল্টন, থানা- পল্টন, ঢাকা, ৫৮। আক্তার হোসেন (৪৫), ব্যবস্থাপনা পরিচালক-আকতার রিক্রুইটিং এজেন্সী (আর এল-১৮৪৮), ৫০, ডি আই টি এক্সটেশন রোড, ইস্টার্ন ভিউ (১১ তলা), থানা- মতিঝিল, ঢাকা ৫৯। মোঃ সামিউর রহমান (৪২) প্রোপাইটর- রান ওয়ে ইন্টারন্যাশনাল (আর এল-১৩৪১), ১১৬/১১৭, জিনাট টাওয়ারডি আই টি এক্সটেশন রোড, থানা- মতিঝিল, ঢাকা, ৬০ মিজানুর রাহমান (৫৫), ব্যবস্থাপনা পরিচালক- এলিগেন্ট ওভারসীজ লিঃ (আর এল- ৫৪৪), এইচ-৮৭, নিউ এয়ারপোর্ট, জাহান ভবন, কাকলী, থানা- বনানি, ঢাকা, ৬১। নুর মোহাম্মদ তালুকদার (৫৯), ব্যবস্থাপনা পরিচালক- পি এন এন্টারপ্রাইজ কোম্পানি লিঃ (আর এল-৩৭৬), মাহাতাব সেন্টার, বিজয়নগর, থানা- রমনা, ঢাকা ৬২। মোঃ মনসুর আহমেদ কালাম (৫৫) প্রোপাইটর- আকাশ ভ্রমন ( আর এল- ৩৮৪), ১১৭/২-৩ ডি আই টি এক্সটেশন রোড, থানা-মতিঝিল, ঢাকা, ৬৩। মোঃ আবুল বাশার (৫৮) ম্যানেজিং পার্টনার- আল রাবেতা ইন্টারন্যাশনল (আর এল-৩৫৪) ৩৬, নয়া পল্টন,ডি আই টি এক্সটেশন রোড, থানা- পল্টন, ঢাকা, ৬৪। কে এম মোবারাক উল্লাহ (৪৬) প্রোপাইটর আবেদ এয়ার ট্রাভেলস এন্ড টুরস (আর এল-১০২৪) ৪০/১-ডি, ইনার সার্কুলার রোড, নয়া পল্টন, থানা- পল্টন, ঢাকা, ৬৫। মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (৫৮), ব্যবস্থাপনা পরিচালক আল বুখারি ইন্টারন্যাশনাল (আর এল-৩০১), ২৫, নয়া পল্টন, মসজিদ গলি, থানা-পল্টন মডেল, ঢাকা, ৬৬। শাহ জামা মোস্তফা (৪৫), প্রোপাইটর-আমিয়াল ইন্টারন্যাশনাল ( আর এল - ১৩২৬), পার্ক প্লাজা, ৩১, রোড-১৭, থানা-বনানী, ঢাকা, ৬৭। এম এ সোবাহান ভূঁইয়া (৪৬), ব্যবস্থাপনা পরিচালক-বিনিময় ইন্টারন্যাশনাল ( আর এল-৩৫১), ৮২, শান্তিনগর, নয়াপল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৬৮। শফিকুল ইসলাম বাসের (৮৮), ব্যবস্থাপনা পরিচালক- বিএম ট্রাভেলস লিমিটেড (আর ল-১৪২১), বাসা-০৫, রোড নং-২/ডি, ব্লক-জে, বারিধারা, থানা- ভাটারা, ঢাকা, ৬৯। রেহানা আরমান হাই (৩৫), প্রোপাইটর-গ্রীন ল্যান্ড ওভারসীজ (আর এল-৪০), ১/এ নিউ, বীর উত্তম মীর সাওকত আলী সড়ক, গুলশান-১, থানা-গুলশান, ঢাকা, ৭০। হাফিজুল বারী মোহাম্মদ লুৎফর রহমান (৫৭), প্রোপাইটর- আরডিং এন্টারপ্রাইজ (আর এল- ২১৫), বাসা-২৮, রোড-০১, ব্লক-এল, থানা-বনানী, ঢাকা, ৭১। শওকত হোসেন শিকদার ( ৫৬), প্রোপাইটর- নিউ এজ ইন্টারন্যাশনাল (আর এল-৭০৩), এইচ-৮০/১-সি, কাকলী, সৈনিক ক্লাব, থানা- বনানী, ঢাকা, ৭২। লিনা রহমান (৩৫), প্রোপাইটর-ঐশী ইন্টারন্যাশনাল (আর এল-১১৪১), বাসা-৮৩, রোড- ৪, ব্লক-বি, থানা- বনানী, ঢাকা, ৭০। কাশমীরি কামাল (৫৮), ম্যানেজিং পার্টনার- আরবিটালস এন্টার প্রাইজ (আর এল-১১৩), ৫৭, জোয়ার সাহারা সি/এ, নিকুঞ্জ-২, থানা-গুলশান, ঢাকা, ৭৪। মাজারুল ইসলাম (৪৬), প্রোপাইটর- পথ ফাইন্ডার ইন্টারন্যশনাল (আর এল-১২৯৮), বাসা-৭৯, ব্লক-এল, তারেক ম্যানশন, ঢাকা, ৭৫। মোহাম্মদ আলী সরকার (৫৬), প্রোপাইটর সরকার ইন্টারন্যাশনাল (আর এল-১৭১৫), প্লট-১১৮৫/এ, ব্লক-এল, বন্ধসুধারা, থানা-ভাটারা, ঢাকা, ৭৬। এম শাহাদাত হোসেন তসলিম (৫২), ম্যানেজিং পার্টনার- শাহীন ট্রাভেলস (আর এল-২১৪), শতাব্দি সেন্টার, ইনার সার্কুলার রোড, ফকিরাপুল, থানা-মতিঝিল, ঢাকা, ৭৭। রাসাদ আবেদিন (৩৫), ব্যবস্থাপনা পরিচালক-এসওএস ইন্টারন্যশনাল সার্ভিস লিঃ (আর এল-১৫৩০), অরচাদ ফারুক টাওয়ার, ভিআইপি রোড, নয়া পল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৭৮। মোহাম্মদ মঞ্জুর কাদের (৫৭), ব্যবস্থাপনা পরিচালক- সাউথ পয়েন্ট অভারসিজ লিঃ (আর এল-৬২২), বাসা- ৬/এ, রোড-২, গুলশান-১, থানা-গুলশান, ঢাকা, ৭৯। জেড ইউ সাঈদ (৫৬), প্রোপাইটর-ইউনাইটেড ম্যানপাওয়ার কনসালটেন্সি ( আর এল-১২১৬ ), ৬৫/২/১, বক্স কালভার্ট রোড, থানা-মতিঝিল, ঢাকা, ৮০। মোঃ শফিকুল আলম ফিরোজ (৪৫), প্রোপাইটর-যাহারাত এসোসিয়েট (আর এল- ২৮৫), ৩৭, সেগুন বাগিচা, থানা-রমনা, ঢাকা, ৮১। মোঃ জাহাঙ্গীর কবির (৪২), ম্যানেজিং পার্টনার-এএনজেড ম্যাস্টি ইন্টারন্যাশনাল (আর এল-১৭৬৪), আল রাজি কমপ্লেক্স, বিজয়নগর, থানা-পল্টন মডেল, ঢাকা, ৮২। আব্দুল্লাহ শহীদ (৪৫), ব্যবস্থাপনা পরিচালক- যেনেক্স ইন্টারন্যাশনাল (আর এল-১৭৭৯), প্লট-৬৮, ব্লক- এইচ, থানা- বনানী, ঢাকা, ৮৩। শিউলি বেগম (৪৭), ব্যবস্থাপনা পরিচালক-মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিং লিঃ (আর এল-১৬৭৫), ১৩১৮, জিয়াবাগ, ময়নার টেক, থানা- উত্তরখান, ঢাকা, ৮৪। এবি এম শামছুল আলম কাজল (৪৪), প্রোপাইটর-শান ওভারসিজ (আর এল- ৭৯৫), ১১৫/১২৩, মতিবিল সার্কুলার রোড, আরামবাগ, থানা-মতিঝিল, ঢাকা, ৮৫। তাসলিমা আক্তার (৩২), প্রোপাইটর-ঈশা ইন্টারন্যাশনাল (আর এল-১৫৯৭), বসতি হরিজোন, প্লট-২১, রোড-১৭, বনানী, ঢাকা, ৮৬। মোঃ সাইফুল নুর (৫৯), প্রোপাইটর-ত্রিবেণী ইন্টারন্যাশনাল (আর এল-২২), ১০০, শাহ কবির মাজার রোড, আজমপুর, থানা-উত্তরা, ঢাকা, ৮৭। শাহ ইমরা ভূঁইয়া (৫৩), পোপাইটর মঞ্জুর আলী ওভারসিজ এন্ড ট্রাভেলস (আর এল -৯৯১), বসতি কন্ডোমিনিয়াম, ৭/এ-বি, কামাল আতাতুর এভিনিউ, থানা- বনানী, ঢাকা, ৮৮। নাফিসা কামাল (৪২), প্রোপাইটর- অরবিটালস ইন্টারন্যাশনাল (আর এল-১৪৫৭), ৫৯/৬১, গুলশান সাউথ এডিনিউ, লোতাস কামাল টাওয়ার, গুলশান-১, থানা-গুলশান, ঢাকা, ৮৯। মেহেদি হাসান (৪৬), ব্যবস্থাপনা পরিচালক- কম্পোর্ড অভারসিজ লিঃ (আর এল-১৭৩৯), স্কাইলার্ক পয়েন্ট, ৫/এফ, ২৪/এ, বিজয়নগর, থানা-পল্টন মডেল, ঢাকা, ৯০। তরিকুল ইসলাম (৫৩), ব্যবস্থাপনা পরিচালক নেক্সট ওভারসিজ লিঃ (আর এল-১৬৬৬), পল্টন চায়না টাউন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৯১। মহিউদ্দিন আহমেদ (৪৬), প্রোপাইটর অনন্য অপূর্ব রিকুইটিং এজেন্সী (আর এল- ২১০১), ৯/ডি, থানা-মতিঝিল, ঢাকা, ৯২। আমিনুর রহমান হারুন (৫৩), ব্যবস্থাপনা পরিচালক- ম্যাস ট্রেড ইন্টারন্যাশনাল লিঃ (আর এল- ৫০৪), ১১, হোটেল জোহারা, ফকিরাপুল, থানা-মতিঝিল, ঢাকা, ১৩। রাজীব আহমেদ (৫৪), ব্যবস্থাপনা পরিচালক- কিছুয়া ইন্টারপ্রাইজ লিঃ (আর এল-৫৭৩), এয়ার পোর্ট রোড, কাকলি, থানা- বনানী, ঢাকা, ৯৪। মাজেদা বেগম (৫৪), চেয়ারম্যান, জনতা ট্রাভেলস লিমিটেড (আর এল-১৮৪), ৬৪, দিলকুসা, থানা-মতিঝিল, ঢাকা, ৯৫। মোঃ শাহ আলম চৌধুরী (৫২), প্রোপাইটোর-বেসিক পাওয়ার এন্ড কেয়ার অভারসীজ ( আর এল- ১৪১৮), ৭৮, নয়াপল্টন, থানা-পল্টন মডেল, ঢাকা, ৯৬। শহিদুল ইসলাম (৫৫), প্রোপাইটর-রমনা ইয়ার ইন্টারন্যাশনাল ( আর এল-১১৭২), ৬৬-৬৭, কমলাপুর, থানা-শাহজাহানপুর, ঢাকা, ৯৭। গোলাম সারোয়ার উইন (৩৭), প্রোপাইটির-উইন ইন্টারন্যাশনাল (আর এল-৭২১), বাসা-৪৪, রোড-০৭, ব্লক-এফ, থানা-বনানী, ঢাকা, ১৮। মাহফুজুল হক (৪৬), ব্যবস্থাপনা পরিচালক-উইনার অভারসিজ লিঃ (আর এল-৬৬৪), ৫১/১, শান্তি নগর, ভি আই পি টাওয়ার, থানা-পল্টন মডেল, ঢাকা, ৯৯। সায়েম মোহাম্মদ হাসান (৪৮), প্রোপাইটর আগা ইন্টারন্যাশনাল (আর এল- ৫৩০), আলরাজি কমপ্লেক্স, ১৬৬/১৬৭, বিজয়নগর, থানা-পল্টন মডেল, ঢাকা, ১০০। মোঃ মকবুল হোসেন মুকুল (৫৫), ব্যবস্থাপনা পরিচালক-এম ই এফ গ্লোবাল বাংলাদেশ লিঃ (আর এল-১৯৬৩), ইস্টারম্যান ৬৭/৯, পাইনিয়ার রোড, কাকরাইল, থানা-পল্টন মডেল, ঢাকা, ১০১। ওবাইদুল হক (৫৪), ব্যবস্থাপনা পরিচালক- নিউ হ্যাডেন ইন্টারন্যশনাল লিঃ (আর এল-৩৪৬), বাসা-৪০, রোড-২৫, গুলশান-১, থানা- গুলশান, ঢাকা, ১০২। ইউসুফ নবী ( ৪৬), প্রোপাইটর- ইস্ট ওয়েস্ট প্রেরাডাইস (আর এল-৬১৯), ২৯১, জমিদার প্যালেস, ফকিরাফুল, থানা-পল্টন মডেল, ঢাকা, ১০৩. শেখ আব্দুল্লাহ (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-সানজারি ইন্টারন্যাশনাল, মসজিদ গলি, থানা-পল্টন মডেল, ঢাকাসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনদের বিরুদ্ধে পল্টন মডেল থানাধীন ৭৮/ই, পুরানা পল্টন লেন, বিজয়নগরস্থ আফিয়া ওভারসীজ (আর এল-১০১০) এর প্রোপাইটর মো. আলতাফ খান মামলা দায়ের করেন। মামলা করার পর আলতাফ খান প্রশাসনের সাথে যোগাযোগ করেননি বলে পল্টন থানার ওসি জানিয়েছেন।

সূত্রমতে, মালয়েশিয়ার শ্রম বাজারকে অস্থির করে রেখেছে আওয়ামী সিন্ডিকেট। তাদের দোষররা এখনো বহালতবিয়তে। এখনো প্রায় বিশ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। অসহায় এই শ্রমিকদের টাকা একটি সিন্ডিকেটের হাতে পড়ে আছে। গরীব অসহায় নিরীহ মানুষ গুলো জমি-জমা, ভিটা বাড়ি, গহণা বিক্রী এবং সুদে টাকা এনে টাকা দিয়ে বছরের পর বছর এজেন্সী গুলোতে গুরে বেড়াচ্ছে। বর্তমান অন্তবর্তী সরকার ইতোমধ্যে আশার আলো দেখিয়েছেন। গত সপ্তাহে মালএশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে বিশ হাজার শ্রমিকের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ৪ ঘন্টার সফরে এসে বলেন, খুব তাড়াতাড়ি এই বিশ হাজার শ্রমিককে মালয়েশিয়া নেয়া হবে।

আমার বার্তা/এমই

অপু-দিপু রাজস্ব ফাঁকি দিয়ে কয়েক’শ কোটি টাকার মালিক

রাজধানীর পুরান ঢাকার মুদি দোকানদারের দুই ছেলে মিজানুর রহমান চাকলাদার ওরফে দিপু চাকলাদার (৪৯) ও

ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজের তান্ডব

 নামে বেনামে গড়েছেন-অঢেল সম্পদ মেয়রের লোক পরিচয়ের বেপরোয়া জুলুমবাজির ধান্ধাবাজি এখনো নিরবে বহাল দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিন

স্বাস্থ্যতের বাতিল প্রকল্প গোপনে ফের টেন্ডারের চেষ্টা পরিচালক মিজানের

স্বাস্থ্য মন্ত্রণালয়ে শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২ দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ

মামলা নিয়ে ব্যাবসার মূল হোতা প্রতারক নাজমুল এখনো ধরাছোঁয়ার বাইরে

দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মহৎ উদ্দেশ্যেকে সামনে নিয়ে  সংঘটিত হয়েছিল,শত শত শহীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের

জামিন পেলেন কারাগারে অনশন করা খুবির সেই দুই শিক্ষার্থী

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ফল সহকারী হাইকমিশনে হামলা: প্রেস সচিব

এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব

জনগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে: এবি পার্টি

ভারতের সঙ্গে করা গোপন চুক্তি প্রকাশের আহ্বান হাসনাতের

আইএমএফের ঋণের ১.১ বিলিয়ন ডলার পাওয়া যাবে ফেব্রুয়ারি-মার্চে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯

প্রশিক্ষিত ক্যাডেটরা হবে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি

অপু-দিপু রাজস্ব ফাঁকি দিয়ে কয়েক’শ কোটি টাকার মালিক

এবার প্যাডেল রিকশা নিষিদ্ধের দাবি প্রতিবন্ধী অটোচালকদের

ষড়যন্ত্র বন্ধ করুন না হয় উগ্রবাদী উসকানির পরিণতি ভালো হবে না

ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজের তান্ডব

বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের পরিকল্পনা করছে শেভরন

সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

সিলেটের ৩ বন্দর-স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট খারিজ

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক ভারত