বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে দলটির মালয়েশিয়া শাখা।
রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে যুবদল মালয়েশিয়া।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও সেরদাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ও টাঙ্গাইল ৪ (কালিহাতি) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী বাদলুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি লায়ন মাহবুব আলম শাহ, তালহা মাহমুদ, শাহাদাত হোসেন, আব্দুল জলিল লিটন, ড. এম রহমান তনু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন, বিএনপির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, শ্রমিক দল সভাপতি রাজু ইমান আলী হানিফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৭ বছর মানুষ স্বৈরশাসকের পেটোয়া হেলমেট বাহিনীর গুম খুন নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিল, ছাত্র-জনতার গণ অভ্যুথানে শেখ হাসিনা তার খুনি চোরদের নিয়ে পালিয়ে গেছে, আজ বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছে।
তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে এই স্বৈরাচারের কঠোর বিচার করা হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আমার বার্তা/এমই