জুলাই গণঅভ্যুত্থানে আহতরা শুধু শরীরেই নয়, মননেও এই অভ্যুত্থানকে বহন করে চলেছেন—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, “তাদের সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করা এখন আমাদের দায়িত্ব।”
সোমবার (৪ আগস্ট) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘বেসিক জার্নালিজম ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “আহতদের পুনর্বাসন প্রথাগত সহানুভূতিমূলক পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করলে তারা সমাজে সম্মান ফিরে পাবে এবং জাতি গঠনে দীর্ঘমেয়াদি অবদান রাখতে পারবে।”
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য একেকজন রিজার্ভ ফোর্স। তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
আহতদের জন্য সাংবাদিকতা প্রশিক্ষণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে উপদেষ্টা জানান, সরকারের পরিকল্পনায় এক হাজারের অধিক আহত অংশগ্রহণকারীকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা বলেন, তারা দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চান। এজন্য তাদের দক্ষতা বাড়ানো জরুরি। তারা সরকারকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই