ই-পেপার শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

অন্তবর্তীকালীন সরকারকে ১-৩ বছর ক্ষমতায় চায় ৪১.৪ শতাংশ তরুণ

আমার বার্তা অনলাইন:
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানার জন্য সরাসরি ও অনলাইন জরিপের মাধ্যমে জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। এতে সরাসরি ৪১ দশমিক ৪০ শতাংশ ও অনলাইনে অংশ নেওয়া ৫০ দশমিক ৯০ শতাংশ তরুণ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত ১-৩ বছরের মতো দায়িত্বে থাকা উচিত বলে জানিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত বিওয়াইএলসি’র প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক জরিপের ফলাফল উপাস্থাপনে এসব তথ্য জানানো হয়। বিওয়াইএলসির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন বিভাগ ও রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব জরিপের ফলাফল তুলে ধরেন।

জরিপে সরাসরি ও অনলাইনে অংশ নেওয়া তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং দেশান্তর নিয়ে নিজেদের মতামত প্রদান করেন। গবেষণা কাজটি পরিচালনা করেন বিওয়াইএলসির আবুল খায়ের সজীব, আরাফাত ইসলাম, ফজিলাতুন নেসা, জেসিয়া মারগারেট গোমেজ।

বিওয়াইএলসি সূত্রে জানা গেছে, সমগ্র বাংলাদেশ থেকে সর্বমোট ১ হাজার ৫৭৫ জন সরাসরি ও অনলাইনে ১ হাজার ৬৬৩ জন তরুণ এই জরিপে অংশ নেয়। বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর অন্তর বিশেষত জাতীয় নির্বাচনের পূর্বে এই জরিপ পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জরিপের ফলাফল প্রকাশ করে বিওয়াইএলসি। বিগত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের ফলশ্রুতিতে যে পরিবর্তিত পরিস্থিতির তৈরি হয়েছে তাতে তরুণরা আগামীর বাংলাদেশ গঠনে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে তা তুলে ধরাই এই বছরের জরিপের মূল উদ্দেশ্য।

সারাদেশ জুড়ে অক্টোবর ও নভেম্বর মাসে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং দেশান্তর বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। এতে অংশ নিয়ে বিগত সরকারের আমলের চেয়ে বর্তমানে পাবলিক প্ল্যাটফর্মে তরুণরা নিজেদের মতামত প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। সরাসরি ৭৩ দশমিক ৬০ শতাংশ এবং অনলাইন ৮১ দশমিক ৫০ শতাংশ তরুণ এ মতামত জানায়।

এ জরিপের ফলাফলে তরুণদের আকাঙক্ষা ও উদ্বেগ উভয়ই উঠে এসেছে উল্লেখ করে আবুল খায়ের সজীব জানান, জরিপে প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ও অনলাইনে যথাক্রমে ৪১ দশমিক ৪০ শতাংশ ও ৫০ দশমিক ৯০ শতাংশ তরুণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত ১-৩ বছরের মতো দায়িত্বে থাকা উচিত। বর্তমানে তরুণদের কাছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এই তথ্য থেকে বোঝা যায়।

সরাসরি জরিপে অংশ নেওয়া ২০ দশমিক ৯০ শতাংশ ও অনলাইন জরিপে অংশ নেওয়া ৫৪ দশমিক ৪০ শতাংশ তরুণ নিশ্চিত নন যে বাংলাদেশে শান্তি শৃংখলা বিরাজ করছে কিনা। অপরদিকে, সরাসরি জরিপে ২৫ দশমিক ৩০ শতাংশ ও অনলাইনে ৭০ শতাংশ তরুণ মনে করে যে বর্তমান বাংলাদেশে মেয়ে ও নারীরা নিরাপদ বোধ করতে পারছে না।

জীবিকার মাধ্যম হিসেবে বাংলাদেশি তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা দিন দিন বাড়ছে। বর্তমানে ৫২ দশমিক ৫ শতাংশ তরুণ সরাসরি ও ৫১ দশমিক ৫০ শতাংশ তরুণ অনলাইন জরিপে ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হতে চেয়েছে।

এদিকে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তরুণরা। সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭১ শতাংশ ও ৮৬ দশমিক ৪০ শতাংশ তরুণ মনে করে যে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায়। এছাড়া, সরাসরি জরিপে ৭৭.৪০ শতাংশ তরুণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে মনে করলেও অনলাইন জরিপের ক্ষেত্রে ৭৯.৩ শতাংশ তরুণ তা মনে করেন না।

সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭৫.১০ শতাংশ ও ৬৪.৮০ শতাংশ তরুণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিজেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের শিকার হচ্ছেন বলেও জানান তারা। জরিপে অংশগ্রহণকারী ৫৫.১০ শতাংশ তরুণ ও সরাসরি জরিপে ৭৩.১০ শতাংশ তরুণ অনলাইন জরিপে এমন মত দিয়েছেন। এ তথ্যই বলে দেয় যে জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণেরা এখন আগের চেয়ে আরও বেশি সচেতন।

১৮ বছর ও তদূর্ধ্ব বয়সের তরুণদের মধ্যে সরাসরি জরিপে ৯৫ দশমিক ৫০ শতাংশ ও অনলাইন জরিপে ৯৫.৭০ শতাংশ তরুণ আগামী নির্বাচনে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়া সরাসরি জরিপে ৮৬.৪০ শতাংশ ও অনলাইন জরিপে ৩৯.২০ শতাংশ তরুণ মনে করে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। পক্ষান্তরে, অনলাইন জরিপের ২৪.৫০ শতাংশ তরুণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে নিশ্চিত নয়। একইসঙ্গে সরাসরি জরিপে ৬৮.৬০ শতাংশ ও অনলাইন জরিপ ৮৪.৯০ শতাংশ তরুণ মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কোন নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রদর্শন করা উচিত নয়।

সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জরিপে যথাক্রমে ২৮.৯০ শতাংশ ও ৪৯.৫০ শতাংশ তরুণ মনে করে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সমসাময়িক অবস্থার সঠিক তথ্য প্রচার করে না।

বিদেশমুখী তরুণদের তথ্য তুলে ধরে বলা হয়, দেশের ২১.৮ শতাংশ তরুণ সরাসরি জরিপে ও ৪৭.৮ শতাংশ তরুণ অনলাইন জরিপে জানিয়েছে তারা বিদেশে স্থায়ী হতে চায়। তবে আশার কথা এই যে, সরাসরি ও অনলাইন জরিপে ৮৫.৮ শতাংশ ও ৮২.৯ শতাংশ তরুণই আবার দেশে ফিরে আসতে চায় যদি উল্লেখিত বিষয়গুলোর ইতিবাচক পরিবর্তন হয়। দেশের নানান সমস্যা ও প্রতিকূলতা স্বত্তেও জরিপে অংশ নেওয়া বেশিরভাগ তরুণ-ই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ও আশাবাদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ বলেন, যুব সমাজের প্রত্যাশা অনুযায়ী আগামীর রূপরেখা তৈরির জন্য ইয়ুথ ম্যাটারস সার্ভে একটি প্রমাণভিত্তিক দলিল। এই সমীক্ষাটি আমাদের দেখিয়েছে যে, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে যুব সমাজ সবার আগে সংস্কার চায়। তারা চায় দেশে দুর্নীতি বন্ধ হোক, স্বজনপ্রীতি দূর হোক, নাগরিকদের- বিশেষ করে নারীদের অধিকার, নিরাপাত্তা ও সম্মান নিশ্চিত থাকুক। তারা নির্ভয়ে কথা বলার পরিবেশ চায়। তারা দেশের উন্নয়ন ব্যবস্থায় সম্পৃক্ত থাকার সুযোগ চায়। তারা বলেছে যে, এইসব সংস্কার কার্যকর করার জন্য সরকারকে সময় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের সাথে একতাবদ্ধ হয়ে তারা কাজ করতে চায়। কিছু সংখ্যক নতুন রাজনৈতিক দল আসুক তা চাইলেও বেশিরভাগ তরুণ-তরুণী চায় যে পুরানো দলগুলোর সংস্কার হোক, রাজনীতিতে ভাল মানুষ প্রার্থী হিসেবে আসুক। তাদের আকাঙ্খাসমূহ বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব।

বিওয়াইএলসি’র স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মুনিরা সুলতানা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারছে না। এ সমস্যার সমাধানে বিওয়াইএলসি তাদের প্রোগ্রামগুলোর মধ্যে সমস্যা সমাধান, সংঘাত নিরসন এবং জনসমক্ষে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অন্তর্ভুক্ত করছে, যাতে শিক্ষার্থীরা শ্রম বাজারের চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে পারে।

বিওয়াইএলসি-এর অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্ট-এর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব বলেন, শান্তি, ন্যায়বিচার এবং সুশাসন প্রচারে যুব সমাজের ভূমিকা নিয়ে আমরা বিওয়াইএলসি-তে ক্রমাগত কাজ করি। যদি সরকার একটি সক্ষম পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়, তবে যুব সমাজ কিভাবে নেতৃত্বের মাধ্যমে জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করবে? ইয়ুথ ম্যাটারস সার্ভে দেখিয়েছে যে, যুব সমাজ রাজনৈতিক দলে সংস্কার দাবি করছে। প্রচলিত পদ্ধতিগুলো প্রত্যাখ্যান করছে এবং রাজনৈতিক ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন চাইছে। তারা শুধু পরিবর্তন চায় না; তারা পরিবর্তনের অংশ হতে চায় এবং বিওয়াইএলসি সবসময় তাদের মূল্যবোধ, দক্ষতা, এবং মানসিকতা উন্নত করতে পাশে থাকবে।

বিওয়াইএলসি-এর কমিউনিকেশন, মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের সিনিয়র ম্যানেজার কাযরিয়া কায়েস বলেন, যুব সমাজ এখন দায়িত্ব নিচ্ছে এবং ভবিষ্যত গড়ছে। ইয়ুথ ম্যাটারস সার্ভে-তে দেখা গেছে, অনেক তরুণ সঠিক সুযোগ পেলে বাংলাদেশে ফিরে আসতে আগ্রহী, যা একটি ইতিবাচক ইঙ্গিত দেয়। তারা বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্যের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং তথ্য যাচাই ও স্বচ্ছতার প্রচারে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তারা একটি জবাবদিহিমূলক ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সাহায্য করবে।

আমার বার্তা/এমই

রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ সফরের গুরুত্বপূর্ণ ইভেন্ট: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার

যুক্তরাজ্য সফর: তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার

মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

গত মে মাসে দেশের গণমাধ্যমে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত ও এক হাজার ১৯৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা কথায় কথায় আমাদের নিষিদ্ধ করতেন: শিবির সভাপতি

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ সফরের গুরুত্বপূর্ণ ইভেন্ট: শফিকুল আলম

ভারতের বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক

ভারতের গুজরাটে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

বিমান বিধ্বস্ত আরোহীদের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে: জি এম কাদের

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ডিসেম্বরে নির্বাচন করে সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করা সম্ভব

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: ৩০ জনের লাশ উদ্ধার

ভারতে প্লেন দুর্ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা

জামায়াত নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে

যুক্তরাজ্য সফর: তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয় ও ৫৩ ব্রিটিশ নাগরিক

ঠনঠনিয়ায় দুই যুবকের প্রবাসযাত্রার স্বপ্ন বাঁচাল সেনাবাহিনী

ধানমন্ডির তাকওয়া মসজিদে কোরবানির পশুর চামড়া রেকর্ড দামে বিক্রি

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: জাহিদ

পুরানের দেখানো পথে আরও অনেকেই হাঁটবেন: স্যামির আশঙ্কা