বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে ৯১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এবার তার বিরুদ্ধে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটির প্রকল্পের প্রকল্প পরিচালক থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে ২০ আগস্ট প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে শুধাংশু শেখর ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।
আজকের মামলার এজাহারে বলা হয়, আসামি সুধাংশু শেখর দায়িত্ব পালনের সময়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ছয় হাজার চারশত পঁয়ষট্টি টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামি শর্ত ভঙ্গ করে প্রকল্পের জন্য ইউপিএসসহ কয়েক হাজার যন্ত্রপাতি ক্রয় করেন। ওই সব যন্ত্রপাতি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত ১৫ অক্টোবর শুধাংশু শেখরকে গ্রেপ্তার করেছিল দুদক। যদিও তার আগাম জামিন থাকায় পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
আমার বার্তা/এমই