গুগল তাদের সার্চ ইঞ্জিনে আনছে যুগান্তকারী পরিবর্তন। নতুন এআই-চালিত ফিচার ‘ওয়েব গাইড’ এখন থেকে ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুততর করে তুলবে।
গুগলের নিজস্ব জেমিনি এআই মডেলের সাহায্যে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীর সার্চ করা বিষয়কে থিম বা ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, আপনি যদি সার্চ করেন “how to care for a mango tree”, তাহলে ওয়েব গাইড প্রথমে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক দেখাবে, এরপর একটি সংক্ষিপ্ত এআই সারাংশ দেবে এবং পরবর্তীতে বিষয়ভিত্তিক ভাগ করে বিস্তারিত ফলাফল উপস্থাপন করবে।
এই ফিচারটি বিশেষভাবে উপকারে আসবে যারা দ্রুত ও নির্ভুল তথ্য খুঁজছেন। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য এটি একটি সহায়ক টুল হতে যাচ্ছে। শুধু সময়ই নয়, ভুলভাল তথ্যের ঝামেলাও কমাবে এই এআই ফিচার।
গুগল জানিয়েছে, এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ‘সার্চ ল্যাবস’-এর মাধ্যমে এটি চালু করা যাবে। তবে ভবিষ্যতে এটি “All” ট্যাবে স্থায়ীভাবে যুক্ত হতে পারে। যদিও ব্যবহারকারীরা চাইলে আগের পুরোনো স্টাইলের সার্চ ফলাফলও দেখতে পারবেন।
এক সময় যেখানে সার্চ করলে একসাথে অনেক ওয়েবসাইটের লিংক পাওয়া যেত, এখন সেগুলো থিম অনুযায়ী সাজানো থাকবে। গুগলের এই পরিবর্তন সার্চ প্রযুক্তিতে এক নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আমার বার্তা/এমই