এবার ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ও ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ দেবে প্লাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে আপ করা স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে।
এর ফলে আলাদা করে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না। যদিও স্বয়ংক্রিয় ভাবে তা শেয়ার হয়ে যাবে না। এজন্য ‘হু ক্যান সি মাই স্টেটাস’-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে।
মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেডই থাকবে। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানা যায়নি।
এছাড়াও মেটা একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।
আমার বার্তা/জেএইচ