তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর নেপালে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
সংবাদমধ্যিমটি বলছে, জেন জি আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছেন।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ওলি জানান, বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। তবে কোথায় বৈঠক বসবে তা উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব।
তিনি আরও বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।”
ওলি জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলছেন এবং একটি কার্যকর সমাধানে পৌঁছাতে চান।
এদিকে কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেশজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।