ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে চুরির মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারির নির্দেশ দেন এক বিচারক। কিন্তু অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে ‘ভুলবশত’ সেই বিচারকের নাম ওয়ারেন্টে উল্লেখ করেন এক পুলিশ সদস্য। এই ঘটনায় সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, বিচারক ওয়ারেন্টে নিজের নাম দেখে হতবাক হন। তিনি এই ‘গুরুতর’ ভুলের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফিরোজাবাদ উত্তর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক বানোয়ারি লাল অভিযুক্ত রাজকুমারের পরিবর্তে বিচারক নাগমা খানের নাম ওয়ারেন্টে উল্লেখ করেন, যিনি সেই রাজকুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছিলেন।
পুলিশের রিপোর্টে বলা হয়, ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে ‘অভিযুক্ত’কে নির্ধারিত স্থানে পাওয়া যায়নি।
এই ভুল ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সৌরভ। তিনি জানান, উপ-পরিদর্শককে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং এই ‘গুরুতর’ ভুলের কারণ নির্ধারণে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আমার বার্তা/জেএইচ