ই-পেপার শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দ্বিপাক্ষিক আলোচনা-সমঝোতার মাধ্যমে সব বিষয় সমাধান সম্ভব

আমার বার্তা অনলাইন:
০৪ এপ্রিল ২০২৫, ১৮:১২
আপডেট  : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:১৮
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বুধবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের পার্শ্ববৈঠকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক এ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের পুনরুল্লেখ করেন।

মোদি এ সময় বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দেন।

তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারত সরকারের জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জনগণের জন্য বাস্তবসম্মত সুফল বয়ে এনেছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এমন কোনো বক্তব্য বা প্রচার এড়িয়ে চলা উচিত যা পরিবেশকে নষ্ট করতে পারে।

সেইসঙ্গে সীমান্ত সুরক্ষার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং বিশেষ করে রাতের বেলায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা জরুরি। দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা ও সম্পর্ক উন্নয়নের জন্য বিদ্যমান প্রক্রিয়া সক্রিয় রাখা যেতে পারে।

পাশাপাশি নরেন্দ্র মোদি বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং এই ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উভয় নেতা এ সময় বিমসটেক কাঠামোর আওতায় আঞ্চলিক সংহতি বৃদ্ধির জন্য পরামর্শ ও সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সম্মত হন।

নরেন্দ্র মোদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব, যা দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

আমার বার্তা/এমই

এক যুগ পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য বিরল ফতোয়া জারি

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই (জিহাদ) করতে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোর জন্য ‘বিরল’

পদত্যাগ করলেও ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন ইলন মাস্ক!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রীসভায় এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব সম্ভবত টেসলা ও

চিকেনস নেকে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেক সম্মেলনে অংশ নিতে দু’দিনের থাইল্যান্ড সফর শেষ করেছেন। শুক্রবার ব্যাংকক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

এক যুগ পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

জনগণ দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়

বিভেদ না করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করুন: সুপ্রদীপ চাকমা

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য বিরল ফতোয়া জারি

লন্ডনে ‘দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র আত্মপ্রকাশ

পদত্যাগ করলেও ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন ইলন মাস্ক!

চিকেনস নেকে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত

স্থান পরিবর্তনে ঠান্ডা, কাশিতে হলে করণীয়

দে‌শে খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই: খাদ্য উপ‌দেষ্টা

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ও বিদেশি মালামালসহ গ্রেপ্তার ৫

জাজিরায় আ.লীগের দুই গ্রুপের ককটেল বোমা বিস্ফোরণ, আহত ১৫

দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ খাঁন

পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫৪

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হলে করণীয়

মিয়ানমারে ভূমিকম্প : প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ

প্রেস সচিবের বিশ্বাস হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত

শেষ সময়ে পেছানো হচ্ছে না এসএসসি পরীক্ষা

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী