ই-পেপার সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩২

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৫, ১৩:২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২৩ সালের ২২ মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করেন ভারতীয় নাগরিক সাই বর্ষীথ কান্দুলা (২০)। বৃহস্পতিবার শুনানি শেষে মার্কিন আদালত তাকে কারাদণ্ড দেন।

মার্কিন বিচার বিভাগ জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমেরিকান সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হন। পরে তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ মে কান্দুলা ইচ্ছাকৃতভাবে হামলা ও মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

ভারতের চন্দননগরে জন্মগ্রহণকারী কান্দুলা গ্রিন কার্ডধারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বাচ্ছন্দ্যেই বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ আত্মঘাতী সিদ্ধান্ত তাকে কারাদণ্ডের মুখোমুখি করল। তবে স্থানীয় আদালতের বিচারক ড্যাবনি এল ফ্রিডরিচ কান্দুলার শাস্তি কিছুটা সহজ করেছেন। কারাদণ্ডের শাস্তি ভোগের এক পর্যায়ে তাকে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রেখে তিন বছরের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতের নথি অনুসারে, ভারতীয় নাগরিক কান্দুলা ২০২৩ সালের ২২ মে বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে মিসৌরির সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। পরে তিনি একটি ট্রাক ভাড়া করেন হামলার উদ্দেশ্যে রওনা দেন।

কান্দুলা পথে খাবার ও গ্যাসের জন্য থামেন। সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়ে। তাতে স্পষ্ট যে, তিনি স্বেচ্ছায় পরিকল্পনা মতো ওয়াশিংটন ডিসির দিকে গাড়ি চালিয়ে যান এবং রাত ৯:৩৫ মিনিটে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট পার্কের ব্যারিকেডে ধাক্কা দেন। কান্দুলার উদ্দেশ্য ছিল ব্যারিকেড ভেঙে প্রাসাদে ঢুকে পড়া। তিনি সেটি ব্যর্থ হয়ে ফুটপাতে গাড়ি তুলে দেন। এ সময় পথচারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

কান্দুলা না থেমে চেষ্টা চালিয়ে যান। তিনি কয়েক বার ব্যারিকেডে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করেন। কিন্তু সুরক্ষিত ব্যারিকেড হওয়ায় তিনি বরাবরই ব্যর্থ হন। এদিকে ধাক্কা লেগে ট্রাকটি অচল হয়ে যায় এবং ইঞ্জিনের বগি থেকে ধোঁয়া বের হতে থাকে। ট্যাংকার ফেটে তেলও ছড়িয়ে পড়ে।

অবস্থা বেগতিক দেখে কান্দুলা গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে চলে যান। ব্যাকপ্যাক থেকে নাৎসি চিহ্ন খচিত একটি পতাকা বের করে উড়াতে থাকেন। এ সময় ইউএস পার্ক পুলিশ এবং ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে ফেলে। তারা কান্দুলাকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দুলা ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। তিনি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন। তার পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদে পড়ত।

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

ইউক্রেনের শান্তিরক্ষায় দেশটিতে ব্রিটিশ সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাজ্য। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন ব্রিটিশ

রাতভর রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত

রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভে একটি তাপবিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই এলাকার

দিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বিহার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃদু ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে এবার কেঁপে উঠল বিহার। সোমবার (১৭ ফেব্রুয়ারি)

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় ৯ জন নিহত হওয়ার পাশাপাশি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মাতলো, প্রশ্ন কাদেরের

ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মানের শামিল

সড়ক দুর্ঘটনা তদন্তে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা দরকার: ডিএমপি কমিশনার

এসি ২৫ ডিগ্রির নিচে চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে: ফাওজুল

মানুষ নামাজমুখী হলে সমাজের অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা

জাতীয় নাগরিক কমিটি : ভবিষ্যতের রাজনীতির এক নতুন দিশা

বিসিবি সভাপতির সঙ্গে কী নিয়ে আলোচনা হলো অধিনায়কদের

গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে শাহবাগে অবরোধ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না: ফারুক

সাবেক মেয়র আতিকুলসহ ৬ জনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

পঞ্চম সমাবর্তনে ডিগ্রি পেলেন গ্রিন ইউনিভার্সিটির ৪১২৯ গ্র্যাজুয়েট

বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি যাত্রী কল্যাণ সমিতির

আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি আরও পিছিয়েছে: অর্থ উপদেষ্টা

আন্দোলনে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাইযোদ্ধার পরিচিতি পাবেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে জড়ো হচ্ছে মানুষ

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

গ্রেনেড হামলায় তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে

জুলাই অধিদপ্তর চূড়ান্ত পর্যায়ে, এ সপ্তাহেই আনুষ্ঠানিক যাত্রা

দুর্নীতি গত ৬ মাসে কমলেও তা সহনীয় পর্যায়ে না: স্বরাষ্ট্র উপদেষ্টা