ই-পেপার বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
আর জি কর কাণ্ড

চিকিৎসকদের সঙ্গে বৈঠক, সিংহভাগ দাবিই মেনে নিলেন মমতা

অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২

অবশেষে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুটা শান্ত হলো। আর জি কর মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ নারী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকদের দাবির মুখে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের শেষে চিকিৎসকদের সিংহভাগ দাবিই মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা। জুনিয়র চিকিৎসকদের পাঁচটি দাবির মধ্যে তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে।

জুনিয়র চিকিৎসকদের দাবি অনুযায়ী, কলকাতা পুলিশের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই দুজনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের ভিসি নর্থকেও সরিয়ে দেওয়া হচ্ছে।

জুনিয়র চিকিৎসকেদের দাবি এই কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। তবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে স্বপদে বহাল রাখার কথা জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তর থেকে তিনজনকেই সরালে স্বাস্থ্য দপ্তর ফাঁকা হয়ে যাবে। তাই স্বাস্থ্য সচিবকে সরানো হয়নি। তবে বাকি দুজনকে সরিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেন তিনি।

একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ডাক দেওয়া হয়। কিন্তু এর আগে কোনো বৈঠকই ফলপ্রসূ হয়ে ওঠেনি।

অবশেষে টানটান উত্তেজনার মধ্যে সোমবার মমতার কালীঘাটের বাসভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রায় ৬ ঘন্টা চলে সেই বৈঠক।

বৈঠক শেষে রাত ১২টার দিকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, প্রায় ৬টা থেকে ১২টা পর্যন্ত বৈঠক হয়েছে। ওদের পক্ষ থেকে ৪২ জন সই করেছে। সরকারের পক্ষ থেকে সই করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আমরা অভিনন্দন জানিয়েছি চিকিৎসকরা এসেছেন বলে। আমরা খুশি, তারাও খুশি, ওরা বক্তব্য রাখতে চেয়েছিলেন সেই সুযোগ দিয়েছি। আমরাও আমাদের বক্তব্য রেখেছি।

জুনিয়র চিকিৎসকদের দাবির বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ওদের যে পাঁচটা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি আমাদের হাতে নেই। নির্যাতিতার বিষয় নিয়ে সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নজরদারি চালাচ্ছে। আর বাকি চার দাবির মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করেছিল। কিন্তু আমরা ছাত্র-ছাত্রীদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।

তারমানে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অসম্মান করছি না। এই দুজনকে আমরা সরিয়ে দিচ্ছি। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ কমিশনারের পদে বদল আনব, নতুন সিপি দায়িত্ব নেবেন। তবে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য স্বাস্থ্য সচিবকে সরানো হচ্ছে না। মমতা দাবি করেছেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই কমিশনারের পদ থেকে সরে যেতে চেয়েছেন।

তবে শুধু বিনীত গোয়েল নন, কলকাতা পুলিশের ডিসি নর্থকে তার পদ থেকে সরানো হচ্ছে। আরজি করে নির্যাতিতার বাবা-মা ও চিকিৎসকরা ডিসি নর্থের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন। ফলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার কলকাতা পুলিশের আরো কিছু রদবদল করা হবে। সোমবার বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যদিও কিছু দাবি মানা এখনও বাকি আছে।

আমার বার্তা/জেএইচ

ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় কিছু অঞ্চলের দাবি ত্যাগ করতে সম্মত

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চপর্যায়ের বৈঠকে

নিজেদের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি: দ্য গার্ডিয়ান

ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিটের

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

সংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড পুনঃতদন্তে বিশেষ কমিটি গঠনের দাবি

ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে হবে

অবশিষ্ট ডাটা নিয়ে নতুন নির্দেশনা দিল বিটিআরসি

টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

তামাকে রাজস্বের চেয়ে রোগের চিকিৎসা ব্যয় বেশি: ফরিদা আখতার

দুই পক্ষের সংঘর্ষে আহত সাংবাদিকসহ ১২ জন ঢামেকে ভর্তি

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন

হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা

পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে: রিজওয়ানা হাসান

শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে: রায়ের রিভিউতে আদালত

সংস্কার প্রতিবেদনের আলোকে গণঅভ্যুত্থানের চার্টার তৈরি হবে

চার সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকছে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

কর বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব পড়বে