"চেনা মুখ সুখ-দুঃখ" চ্যানেল আই এর নিয়মিত আয়োজন এর এই পর্বে আসছেন সংগীত শিল্পী হোমায়েরা বশির। অনুষ্ঠানটির উপস্থাপনা এবং পরিচালনায় আছেন আমাদের দেশের কিংবদন্তি পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। পুনম প্রিয়ামের প্রযোজনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ১০ ই সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটায়।
এই অনুষ্ঠানের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে হোমায়েরা বশির বলেন- প্রথমে যখন পুনম আপা এই অনুষ্ঠানটি করার জন্য আমাকে আমন্ত্রণ জানান তখন আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ ফেরদৌস আঙ্কেল আমার বাবা শিল্পী বশির আহমেদের সাথে কাজ করেছেন। আমি কিভাবে উনার সামনে বসে উনারি প্রশ্নের উত্তর দেবো? কিন্তু আঙ্কেল এত সুন্দর করে পুরো পরিবেশটাকে সহজ করে দিলেন যেন অনুষ্ঠানের রেকর্ডিং কখন শুরু হলো আর কখন শেষ হলো বোঝাই গেল না। এ কথা না বললেই নয় ফেরদৌস আঙ্কেল যেরকম অনেক বড় মাপের পপ তারকা আমাদের দেশে ঠিক তেমনি ভাবে উপস্থাপনাটাও অসাধারণ করেন তিনি। আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই ফেরদৌস ওয়াহিদ আঙ্কেল এবং পুনম প্রিয়াম আপাকে।
আগামী দিনের কাজ সম্পর্কে জানতে চাইলে হোমায়েরা বশির বলেন, খুব শিগগিরই আমার দুটো মৌলিক গান আসছে যার সুরকার রাজা বশির এবং একটি আমার সুরে গান আসছে যেটির কন্ঠ দিয়েছেন আমার ছোট ভাই রাজা বশির। আশা করি সবার ভালো লাগবে। সবশেষে বলবো আমাদের বাবা শিল্পী বশির আহমেদ এবং মা শিল্পী মিনা বশির ও আমার জন্য আপনারা দোয়া করবেন।
আমার বার্তা/এমই