সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। ছবি-ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে অনেক সময় অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়।
যার ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ আসা বন্ধ করা জরুরি।
যদিও মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
চলুন জেনে নেয়া যাক যেভাবে অপরিচিতদের মেসেজ আসা ঠেকাবেন
আমার বার্তা অনলাইন
আমার বার্তা/জেএইচ