ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আসছে সাত পর্বের সম্পর্কের গল্প ‘ফ্যাঁকড়া’

আমার বার্তা অনলাইন:
০৮ মে ২০২৫, ১৬:৫৪

শুটিং করতে গিয়ে যা যা হয়েছে তাতে মনে হয় সিরিজের নাম ‘ফ্যাঁকড়া’ খুবই যথাযথ। সাত পর্বের ওয়েব সিরিজটির শুটিং হয় গত বছরের আগস্টে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন অস্থির। কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, সরকারের পতন—এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢাকা–মানিকগঞ্জ আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং করতে গিয়ে যা হয়েছে, চাইলে সেটা নিয়েই একটা তথ্যচিত্র বানিয়ে ফেলা যায়।

‘একবার তো গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল। আমাদের সঙ্গে সাত-আটটা গাড়ি, অভিনয়শিল্পী, কলাকুশলী মিলিয়ে বিশাল বহর; গ্রামবাসী ভয় পেয়ে গিয়েছিল। তখন যা অবস্থা ছিল তাতে তাদের দোষ দেওয়া যায় না।’ গত সোমবার মুঠোফোনে বলছিলেন সিরিজের নির্মাতা আসিফ চৌধুরী।

আসিফ জানান, ২০২৩ সালের দিকে সিরিজটির পরিকল্পনা হয়। ইচ্ছা ছিল সীমিত বাজেটে স্বাধীনভাবে সিরিজটি তৈরি করবেন। পরে প্রকল্পটিতে যুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সাত পর্বের ‘ফ্যাঁকড়া’ মূলত সম্পর্কের গল্প। মোটাদাগে বলতে গেলে, ভালোবাসার মানুষের জন্য একজন কী করতে পারে, সেটাই সিরিজের মূল সুর।

‘অনেক সিনেমা বা সিরিজ চরিত্রনির্ভর হয়ে থাকে, তবে আমরা গল্পতে বেশি জোর দিয়েছি। এখানে কেউই নায়ক নয়, সবাই গল্পের অংশ। ছয় থেকে সাতটি প্রধান চরিত্র আছে, যাদের সবারই আছে একটি বিশেষ “অতীত”। শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে পৌঁছায়, সেটিই দেখবেন দর্শক,’ বলেন আসিফ চৌধুরী। নির্মাতা আগে ছিলেন শিল্প নির্দেশক। কাজ করেছেন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এ। এটিই তাঁর প্রথম সিরিজ।

গত সপ্তাহেই এসেছে সিরিজটির ৫০ সেকেন্ডের টিজার। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ভুলে মৃত্যু, পিছু নেয় প্রতিশোধ। সময় চলছে, পালানোর নয়!’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। “ফ্যাঁকড়া”য় দেখা যাবে শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আবদুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ আরও অনেক নবীন–প্রবীণ শিল্পীকে। কেন একদল তরুণকেই বেছে নিলেন?

নির্মাতা বলেন, শুরুতে সিরিজটি তাঁরা সীমিত পরিসরে নির্মাণ করতে চেয়েছিলেন, সে কারণে খুব বেশি পরিচিত মুখ রাখতে চাননি। ‘আমি চেয়েছি এমন সব শিল্পীকে নিতে, যাদের সঙ্গে কাজ করা সহজ হবে। সিরিজটি দেখার পর দর্শক বুঝবেন, অভিনয়শিল্পী নির্বাচন কতটা যথাযথ ছিল। আমি সততার সঙ্গে গল্পটি বলতে চেয়েছি, সে জায়গা থেকে যাদের কথা মনে হয়েছে নিয়েছি।’

সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শ্যামল মাওলা। কয়েক বছর আগে ওটিটিতে তাঁকে নিয়মিত দেখা যেত, ইদানীং সেভাবে কাজ করছেন না। তিনি বলেন, সিরিজের পুরো গল্পটা তাঁর কাছে রোমাঞ্চকর মনে হয়েছে, এ জন্য রাজি হতে দ্বিধা করেননি। শ্যামল মাওলার সঙ্গে সিরিজে বেশির ভাগ দৃশ্য করেছেন সারাহ আলম।

তিনি বলেন, আগেও তিনি শ্যামল মাওলার সঙ্গে কাজ করেছেন; সেই অভিজ্ঞতা এত ভালো ছিল যে দ্বিতীয়বার সুযোগ পেয়েই রাজি হয়ে গেছেন। তা ছাড়া নিজের অভিনীত চরিত্রটিও তাঁর পছন্দ হয়েছে।

সিরিজে যুক্ত হওয়ার মজার গল্প শোনালেন নিদ্রা দে নেহা। জানান, এই সিরিজের তিনি সুযোগ পেয়েছিলেন রাতের খাবার খেতে গিয়ে! ‘একবার আমি, প্রান্তর (দস্তিদার, নিদ্রার স্বামী), নির্মাতা আসিফ ভাই আর পার্থ (শেখ) ডিনার করছিলাম। আসিফ ভাই আমার খাওয়া দেখেই বলেন, “তুমিই আমার সিরিজের গোলাপি হতে পারবে।” সিরিজে গোলাপি গ্রামের মেয়ে।

আমার খাওয়ার মধ্যে কোথাও একটা সারল্য ছিল, সেটাই হয়তো তাঁর মনে ধরেছে। পরে চিত্রনাট্য পাই, সিরিজটির সঙ্গে যুক্ত হই। বলা যায়, এই প্রথম কোনো প্রকল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম,’ বলেন নেহা।

‘ফ্যাঁকড়া’ আজ বঙ্গতে মুক্তি পাবে। নির্মাতা জানান, সিরিজটির দ্বিতীয় মৌসুমও আসতে পারে।

আমার বার্তা/এল/এমই

সন্তান পেটে ৮-৯ মাস খুব কষ্ট পেতে হয়েছে: দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হয়েছেন এক বছরও হয়নি। কন্যা দুয়াকে নিয়ে বেশ আনন্দে কাটছে

চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আইটেম গানে নাচলেন ধনশ্রী

কয়েক মাস আগেই খাতা-কলমে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ধনশ্রী। বিয়ের মাত্র

মৃত্যু নিয়ে মজা নিয়েন না, বর্ষাকে সাবধান করলেন পরীমণি

বুধবার (৭ মে) দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গায়িকা ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর

কীসের অপারেশন সিঁদুর, মুখ দিয়ে খারাপ কথা বের হবে: কবীর সুমন

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসবাদের জবাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সংস্কার চায়, কিন্তু পরিস্থিতি জটিল করা হচ্ছে: ফখরুল

জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব

বিনিয়োগ সম্ভাবনার বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা: তাকুইয়া কাওয়ামুরা

শ্রমবাজার ধ্বংসে ভয়ানক অপতৎপরতা বহিস্কৃত বায়রা নেতা ফকরুলের

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম যুব অধিকার পরিষদের

নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির

ছোট থেকে শিশুদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

দলবদ্ধ ভাবে কাজ করার ক্ষেত্রে সফলতা

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

নাটোরে আম পাড়া শুরু ১৫ মে থেকে

মূল্যস্ফীতি ৪–৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

সেরা নারী সাঁতারু খুঁজতে বিশেষ কর্মসূচি গ্রহণ

প্রাইমারি ও তৈরি পোশাক শিল্পকে সচল করার আহ্বান

বেনজীরের মেয়ের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ ও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

নারী উন্নয়ন বিষয়ক প্রকল্প এগিয়ে নিতে সরকার আন্তরিক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি