এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। এবার নিজের আত্মরক্ষায় বক্সিং শিখতে চান এই অভিনেত্রী
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান প্রিয়াঙ্কা জামান। অভিনেত্রী বলেন, ‘দেশে যে হারে ধর্ষণের মত ঘটনা বাড়ছে, তাতে নিজের আত্মরক্ষার বিকল্প নেই। শুধু তাই নয়, বক্সি আমার ছোট থেকেই পছন্দের খেলা। তাই, এটি শিখার জন্য চেষ্টা করছি৷'
এদিকে রোজার মাসে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি ইবাদতে মশগুল থাকি।’
বর্তমানে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।