দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন মার্কিন রক গিটারিস্ট জ্যাক ই লি। বর্তমানে লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। গত ১৫ অক্টোবর সকালে শহরটির নেভাদাতে এই ব্যান্ড তারকার ওপর গুলি চালায় দুষ্কৃতকারীরা।
গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, দুর্বৃত্তের গুলিতে জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন জ্যাক। মূলত, কুকুর নিয়ে ঘুরতে বের হয়েছিলেন তিনি। এ সময় আচমকাই জ্যাকের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা।
লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্ত জানায়, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়। এরপরও ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি মন্তব্য করা হয়নি। এমনকি তারকার পরিবারের গোপনীয়তা সম্মান করার অনুরোধও করা হয়েছে গণমাধ্যম ও ভক্তদের কাছে।
আশির দশকে ওজি অসবোর্নের ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিতি পান জ্যাক ই লি। র্যান্ডি রোডস মারা গেলে ১৯৮২ সালে ‘ওসবার্ন’র মূল গিটারিস্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। ‘বার্ক অ্যাট দ্য মুন’ (১৯৮৩) এবং ‘দ্য আলটিমেট সিন’ (১৯৮৬)-এর মতো ক্লাসিক অ্যালবামের সঙ্গে যুক্ত ছিলেন জ্যাক।
‘ওসবার্ন’ ছাড়াও হেভি মেটাল গ্রুপ ব্যাডল্যান্ডস প্রতিষ্ঠা করেছিলেন তিনি। পরে ২০১৩ সালে গঠন করেন রেড ড্রাগন কার্টেল ব্যান্ড।
আমার বার্তা/এমই