মৌনি রায়ের কোনো পরিচয়ের প্রয়োজন নেই। ২০০৬ সালে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই অভিনেত্রী ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিভা’, ‘গোল্ড', ‘মেড ইন চায়না’, ‘ব্ল্যাকআউট’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। অভিনেত্রী সম্প্রতি বলিউড বাবলের সঙ্গে আলাপচারিতা করেছেন এবং খাবারের প্রতি তার ভালোবাসা, বিএফএফ দিশা পাটানা এবং তার ক্যারিয়ারসহ অনেক বিষয় সম্পর্কে কথা বলেছেন।
মৌনি তার ক্যারিয়ারের শুরুতে বডি-শেমড হওয়ার বিষয়ে এবং কীভাবে তিনি তা মোকাবিলা করেছিলেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেন। সে সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনি রায় বলেন, ‘‘আমি যখন শুরু করেছিলাম (অভিনয়) তখন আমি খুব সৎ থাকতাম এবং লোকেরা কথা বলত, আমি সর্বদা শুনেছি, সর্বদা জানতাম যে আমি দেখতে সেরা ব্যক্তি নই।’’
এ অভিনেত্রী বলেন, কিন্তু আমি যখন মুম্বাই আসি, তখন মাত্র হিন্দি ছবির জগতে আত্মপ্রকাশ করেছি। বয়স মাত্র ১৯। সেই সময় এত সমালোচনা সামলাতে পারতাম না। খুব কান্নাকাটি করতাম। কঠিন সময় ছিল। একটি কক্ষে লোকজনকে আমার সম্পর্কে কথা বলতে শুনেছি।
মৌনি বলেন, ‘আমি যখন প্রথম মুম্বাইয়ে আসি, তখন আমি চুল বা মেকআপ সম্পর্কে কিছুই জানতাম না বা কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয় তা জানতাম না। তবে সৌভাগ্যক্রমে আমি খুব পর্যবেক্ষক ছিলাম এবং ঈশ্বর আমাকে অবশেষে এ সমস্যা কাটিয়ে ওঠার বুদ্ধি দিয়েছিলেন।’
পরিণত হওয়ার নিজেকে ভালোবাসা জরুরি বলে উপলব্ধি করেছেন এ অভিনেত্রী। তার কথায়, ‘‘প্রতিনিয়ত নিজেকে বেচারা ভেবে সহানুভূতির চোখে দেখলে কাজ করতে পারব না। আপনি যদি নিজেকে ভালোবাসা দেন তবেই আপনি তা অন্যকে দিতে পারবেন। তাহলেই আপনি শিখতে পারবেন। পরবর্তী কালে আধ্যাত্মিক চিন্তাভাবনা বিকাশের মাধ্যমে এসব সমস্যা থেকে বেরিয়ে আসেন বলে জানান তিনি।
আমার বার্তা/এমই