ই-পেপার বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনার সহজ কোনো রাস্তা নাই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১১:৫১
আপডেট  : ১২ জুন ২০২৫, ১২:০৮

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্যে সফরে রয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। সেজন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের বা দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেনও।

মঙ্গলবার (১০ জুন) রাতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সে অর্থ পাচার হয়ে এসেছে, সেটিকে কিভাবে ফেরত আনা যায়; সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা কাজ করবেন।

কিন্তু পাচার হওয়া অর্থ যুক্তরাজ্য থেকে কিভাবে ফেরত আনা যাবে এবং আসলে সম্ভব হবে কি না, এনিয়ে ঢাকায় চলছে নানা আলোচনা। বাংলাদেশের আর্থিক খাতের দুর্নীতি নিয়ে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটি যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তাতে দেখা যায়, বিগত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছিল বিদেশে।

অর্থনীতিবিদরা বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। তবে তারা এ-ও বলছেন যে, যুক্তরাজ্য থেকে এই পাচারকৃত অর্থ খুব স্বল্প মেয়াদে ফেরত আনা সম্ভব নয়।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পাচারকৃত অর্থ ফেরত আনার সহজ কোনো রাস্তা নাই। কেননা, যে অর্থ পাচার হয়ে যুক্তরাজ্যে বিনিয়োগ হয়েছে, সেটির সাথে পাচারকৃত অর্থের যোগসূত্র প্রমাণ করাই বড় চ্যালেঞ্জ।

এদিকে প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (ইউকে)।

এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করা হলেও এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি রয়েছে যুক্তরাজ্যের ক্ষেত্রে।

অর্থনীতিবিদরা বলছেন, পাচারকৃত অর্থ যে দেশ থেকে অর্থ ফেরত আনা হচ্ছে, সে দেশের আইনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটা বড় জায়গা। ব্রিটেনের আইনি কাঠামোর সাথে আমাদের আইনি কাঠামোরও অনেক মিল আছে ঔপনিবেশিক কারণে। সে কারণে উদ্যোগটা সেখান থেকেই শুরু হয়েছে।

তবে আইনের সাথে মিল থাকলেও পাচারকৃত অর্থের সাথে যোগসূত্রতা নির্ধারণ করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, পাচারের অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যে বিভিন্ন কোম্পানিও রয়েছে। তারা বিভিন্ন দেশের সরকারের অনুরোধে অর্থ ফেরানোর কাজ করে থাকে। যুক্তরাজ্য থেকে এই অর্থ ফেরাতেও সে সব কোম্পানির সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই অর্থ যে অবৈধভাবে পাচার হয়েছে, তারপর লগ্নি হয়েছে, এটা কিন্তু আদালতে প্রমাণ করতে হবে। এবং এটা করতে গড়ে পাঁচ থেকে সাত বছর লাগে পাচারকৃত অর্থ ফেরত আনতে। এর চেয়ে কমও লাগতে পারে। কিন্তু আমাদের চাপ তো অব্যাহত রাখতে হবে।

গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি বলেছেন, সময় অপচয় না করে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য সরকারের উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও অর্থ পুনরুদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদার করতে হবে।

বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্টজনদের বিরুদ্ধে দুর্নীতি ও চৌর্যবৃত্তির মাধ্যমে অর্জিত (বাংলাদেশ থেকে পাচারকৃত) যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ড সম্পদের যে তথ্য প্রকাশিত হয়েছে, যথাযথভাবে অনুসন্ধান করে যুক্তরাজ্য সরকারকে তা জব্দ করতে হবে।

আমার বার্তা/এল/এমই

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭৭৬৭ কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৯ দিনে দেশে ২২৭ কোটি ৬০ লাখ (প্রায় ২

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা

সালমান, শিবলী ও শায়ানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে

অকার্যকর নীতি ও আইন পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার

অর্থনৈতিক খাতের যেসব নীতিমালা ও আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়: ফখরুল

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭৭৬৭ কোটি টাকা

ইসিকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য পদক্ষেপ নিতে বলল এনসিপি

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান, বাধা দেওয়ায় আটক ৪

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জরিমানাও বসালেন ট্রাম্প

সাংবাদিক কাজী সাইফুলের বাবার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাবের শোক প্রকাশ

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম

রূপগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগ

কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দিতে জনগণ আন্দোলন করেনি

দুই ভারতীয়র বাংলাদেশি এনআইডি নিয়ে পঞ্চগড়ে চাঞ্চল্য

গাজীপুরে ৯ অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

জুলাইয়ের বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে: তারেক রহমান

গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুনীর রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে নাটা: সাইফুল আজম

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের নাম-জন্ম তারিখের ভুল সংশোধনের সুযোগ দিল মাদরাসা বোর্ড

সালমান, শিবলী ও শায়ানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা