ই-পেপার শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩২

স্বাভাবিক হয়েছে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম

আমার বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেডেশনের কাজ চলমান থাকায় প্রায় ছয় দিন বন্ধ ছিল সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। তবে আপগ্রেডেশনের কাজ শেষ হয় গতকাল বুধবার (১৫ জানুয়ারি)। এরপরই স্বাভাবিক হয়েছে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম।

প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর সার্ভার চালু হলেও গ্রাহকদের ভিড় কমেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আজকে সপ্তাহের শেষ দিন হওয়ায় ক্রেতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে হাতেগোনা কয়েকজন গ্রাহকের দেখা মিলেছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে। যারা সঞ্চয়পত্র কিনেছেন তারা এখন ফর্মসহ কাগজ জমা দিতে এসেছেন। গ্রাহক কম হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সার্ভার ডাউন হবার পর অনেক গ্রাহক এসেও ফিরে গেছেন। সেবা বঞ্চিত হওয়ায় অনেকেই হয়তো জানেন না সার্ভার সচল রয়েছে। এ কারণে অনেকেই আসতে পারেননি।

সঞ্চয় অধিদপ্তরের একটি সূত্র জানায়, গত বুধবার থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেডেশনের কাজ শুরু হয়। গতকাল থেকে সার্ভার চালু হয়েছে। এখন সঞ্চয়পত্র বিক্রি বা ভাঙানোর কাজ করতে পারছেন গ্রাহকরা।

অধিদপ্তরের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, গতকাল থেকেই পুরোপুরি সচল রয়েছে সার্ভার। সপ্তাহের শেষ দিন হওয়ায় অনেকেই আসেনি, কেউ হয়তো দুপুরে আসবেন। তবে কাজ চলমান আছে। রোববার থেকে ভিড় বাড়তে পারে গ্রাহকদের।

এর আগে গত সপ্তাহের বুধবার থেকে পূর্ব নোটিশ ছাড়াই ডাউন হয় অধিদপ্তরের সার্ভার, বন্ধ হয়ে যায় সঞ্চয়পত্র বিক্রি। এতে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। বিশেষ করে সঞ্চয়পত্র কিনতে ব্যাংকে ভিড় করলেও কর্মকর্তারা সার্ভার চালুর বিষয়ে তাদের (গ্রাহক) আশ্বাস দিতে পারেননি। প্রায় ছয় দিন পর গতকাল বুধবার দুপুরের পর শেষ হয় সার্ভার আপগ্রেডেশনের কাজ।

এদিকে চলতি মাস থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে, গতকাল এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর (স্কিমের ধরন অনুযায়ী) মুনাফার হার বেড়ে হতে যাচ্ছে ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে। অর্থ বিভাগের তৈরি এ বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুপারিশ এসেছে অর্থসচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি (সিডিএমসি) থেকে। যাকে সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অণুবিভাগ।

মুনাফার এ হার ১২ দশমিক ২৫ থেকে ১২ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত। অর্থাৎ বর্ধিত হারের কারণে কোনো সঞ্চয়পত্রের মুনাফা ১২ শতাংশের কম হবে না। সবচেয়ে কম মুনাফা (১২.২৫ শতাংশ) পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে। সবচেয়ে বেশি মুনাফা (১২.৫৫ শতাংশ) পাওয়া যাবে পেনশনার সঞ্চয়পত্রে। সুদহার পরিবর্তনের সঙ্গে বিনিয়োগকারীদের ধাপেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে পাঠানো চিঠিতে। বর্তমানে ১৫ লাখ টাকা, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা এবং ৩০ লাখ ১ টাকার বেশি, এই তিন ধাপ রয়েছে। প্রতিটি ধাপে আলাদা মুনাফার হার রয়েছে। তবে নতুন নিয়মে দুটি ধাপের কথা বলা হয়েছে। একটি ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা। আর অপর ধাপে ধাপে এর ওপরের বিনিয়োগকারীরা থাকবেন।

আমার বার্তা/জেএইচ

ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

ওষুধ, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে- তা রিভিউ করা

বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধ করবেন ব্যবসায়ীরা

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে

আমদানি-রপ্তানি পণ্য খালাসে ফেব্রুয়ারি থেকে নতুন শর্ত

আমদানি-রপ্তানি পণ্য খালাসের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে

বিআইএ’র আয়োজনে ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি পরিচালিত তিন দিনব্যাপী ‘Bancassurance' বিষয়ক প্রশিক্ষণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে কৃষি মেলায় আ'লীগ সরকারের বাণী প্রচার

কার টার্গেট বিআইডব্লিউটিএ’র বিএনপিপন্থী তিন কর্মকর্তা?

কেশবপুরে কলাবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার বর্ষীয়ান নেতা ছৈয়দ আব্দুল কাফির বিদায়

আ.লীগের নেতা হলেন জামায়াতের সভাপতি

কী আছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায়

সবাই জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে: গোলাম পরওয়ার

আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই

কারামুক্ত হয়েই জিয়াউর রহমানের সমাধিতে বাবরের শ্রদ্ধা

শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট

রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সে আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন

লেবানন থেকে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি

জেলা জেলায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা জানে না সরকার

চসিক মেয়রের সঙ্গে ফিলিপাইনের অনারারি কনসালের সৌজন্য সাক্ষাৎ

সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই: ড. ইউনূস

সুবিধাভোগীদের ষড়যন্ত্রের শিকার প্রকৌশলী আফরোজা বেগম

ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা জরুরি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য