এলপি গ্যাসের দর ১২ কেজি এলপিজি ১৪৫৫ টাকা অপরিবর্তিত থাকছে জানুয়ারি মাসে। অটোগ্যাসের দামও (লিটার প্রতি ৬৬.৭৮ টাকা) অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম কমছে না। গতমাসের তুলনায় প্রোপেন ও বিউটেন টন প্রতি দাম কমেছে গড়ে ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল। জানুয়ারি মাসে কেজি প্রতি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১২১.১৯ টাকা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান জালাল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও কমিশনের সচিব ব্যারিস্টার খলিলুর রহমান।
আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলের দর ঘোষণার সময় বলা হয় সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বিইআরসির চেয়ারম্যান বলেন, আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ভোক্তা অধিদফতরকে চিঠি দিয়ে অবহিত করি। তারা যেনো বাজার মনিটরিং জোরদার করেন। বাজার মনিটরিং আরও জোরদার করা হবে।
আমার বার্তা/এমই