ই-পেপার রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

রপ্তানি আয়ের ভুতুড়ে হিসাবে উধাও ২৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক:
০৮ জুলাই ২০২৪, ১৫:১১
আপডেট  : ০৮ জুলাই ২০২৪, ১৫:২৫

বাংলাদেশের রপ্তানি আয়ের হিসাবে বড় ধরনের গরমিল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে মিলছে না। ইপিবির দেওয়া ২০ মাসের হিসাব থেকে দুই হাজার ৩৩৪ কোটি ডলারের হদিস পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক, ইপিবি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) - কেউ দায় নিচ্ছে না।

দেশের রপ্তানির তথ্য মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইপিবি প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানের তথ্যকে উৎস হিসেবে দেখিয়ে রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ের দেশের বৈদেশিক লেনদেনের তথ্য প্রকাশ করলে রপ্তানির তথ্যে বড় ধরনের হেরফের দেখা দেয়। পরে ইপিবির রপ্তানি আয় থেকে গরমিলের ওই পরিমাণ বাদ দেওয়া হয়। এতে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের হিসাব এলোমেলো হয়ে পড়েছে। বিশেষ করে লেনদেন ভারসাম্যের চলতি হিসাব ও আর্থিক হিসাবে বড় পরিবর্তন হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, একই রপ্তানি চালানের তথ্য এনবিআরের কাস্টমস বিভাগ একাধিকবার এন্ট্রি করায় তথ্যের এই অসঙ্গতি তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক এবং ইপিবির কর্মকর্তারা এজন্য এনবিআরকে দায় দিচ্ছেন। তারা বলছেন, এনবিআরের দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা রপ্তানির তথ্য প্রকাশ করেছেন।

বাণিজ্য প্রতিমন্ত্রীও এনবিআরকে দায় দিচ্ছেন। আহসানুল ইসলাম টিটু জানান, এনবিআরের দিক থেকেই একাধিকবার গণনার ফলে এ সমস্যা হয়েছে। তারা এই দায় স্বীকারও করেছেন।

এদিকে, ২০ মাসের রপ্তানি হিসাব থেকে ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার উধাও হয়ে যাওয়ার ঘটনায় এনবিআর ও ইপিবির ওপর দায় চাপিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সরকারকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এক বৈঠকে এনবিআরের প্রতিনিধি ইতোমধ্যে তাদের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেখানে তিনি জানান, একই পণ্য রপ্তানির জন্য একাধিক রপ্তানি হিসাব রয়েছে, যা সার্ভারে নতুন করে ইনপুট দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকের শাখা থেকে রপ্তানি আয়ের তথ্য সংগ্রহ করে। ফলে সেই তথ্য-উপাত্তের সঙ্গে প্রকৃত রপ্তানির তেমন পার্থক্য থাকে না।

বাংলাদেশ ব্যাংকের সংগ্রহ করা এবং ইপিবি প্রকাশিত রপ্তানি তথ্যের মধ্যে অসঙ্গতির কারণ চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, একই রপ্তানি তথ্য এবং পণ্যের এইচএস কোড একাধিকবার ইনপুট করা হয়েছে। পণ্যের কাটিং, মেকিং ও ট্রিমিংয়ের ক্ষেত্রে শুধু ম্যানুফ্যাকচারিং চার্জ দিতে হয়। তবে কাপড়সহ সব অংশের হিসাব রেখেছে ইপিবি। ইপিবি অনেক সময় নমুনা পণ্যের দামও ইনপুট করেছে, যা নমুনা পণ্যের মূল্য হিসেবে আসার কথা নয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তা ডাবল কাউন্ট (দুবার গণনা করা বা দুবার যোগ করা) করায় তথ্যে গরমিল হয়েছে।

তিনি বলেন, এনবিআরের কাজই হচ্ছে, যারা বেশি রাজস্ব দেয় তাদের ওপর আরও ট্যাক্সের বোঝা চাপানো। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এনবিআরকে ডিজিটালাইজড করা গেলে এ প্রবণতা কমবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইপিবির সমন্বয়েরও অভাব রয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ইপিজেড থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, ইপিবি তা ডাবল গণণা করায় রপ্তানি আয়ের তথ্যে গরমিল হয়েছে।

আমার বার্তা/এমই

অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সে বাজিমাত

প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ রয়েছে চলতি অক্টোবর মাসেও। এই মাসের প্রথম ৫ দিনে প্রবাসীরা ৪২

চামড়াজাত পণ্যের রপ্তানির একটি বড় খাত তৈরি করতে চাই

আমরা চামড়া শিল্প ও চামড়াজাত পণ্যের রপ্তানির একটি বড় খাত তৈরি করতে চাই। সে সম্ভাবনা

চাহিদার তুলনাই বেশি আমদানি, তবুও বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম

গত এক মাসে দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম। এই সময়ে

ইউনিয়ন ব্যাংকে রহস্যময় হিসাবে নির্বাচনের আগে অস্বাভাবিক লেনদেন

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি ইউনিয়ন ব্যাংকের একটি হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে। নির্বাচনের এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সে বাজিমাত

ডিসিদের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন

পদত্যাগ করেছেন মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব খুরশেদ আলম

কূটনীতিক খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

চামড়াজাত পণ্যের রপ্তানির একটি বড় খাত তৈরি করতে চাই

কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক

হাসিনার এজেন্টরা ইউনূস সরকারকে সফল হতে দেবে না: রিজভী

রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা

সাংবাদিক মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

শিল্পকলার লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেপ্তার

দুর্গাপূজা নিরাপদ রাখতে পুলিশ সদর দপ্তরের যেসব পরামর্শ

এক সপ্তাহে বেনাপোল দিয়ে ভারতে গেলো ৪১১ মেট্রিক টন ইলিশ

গোলাপ শাহ মাজারের পাশে পড়েছিল ব্যক্তির মরদেহ

সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন, সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজাদ ৭ দিনের রিমান্ডে

পুলিশকে জনবান্ধব করতে জোর দেবে সংস্কার কমিশন

জুলাই-আগস্ট বিপ্লবে ১০৫ শিশু নিহত: শারমিন মুরশিদ