রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকার চিহ্নিত ছিনতাইকারী চক্র ‘তরুণ গ্যাং’-এর প্রধানসহ চার জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো—তরুণ গ্যাং প্রধান তরুণ মিয়া (২৩), ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) ও মো. মামুন মিয়া (২৭)।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা চাপাতিসহ ধারালো অস্ত্র ব্যবহার করে পথচারী ও সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
সিটিটিসির একজন কর্মকর্তা জানান, তরুণ গ্যাং মূলত তরুণ বয়সী সদস্যদের নিয়ে গঠিত একটি সংঘবদ্ধ অপরাধচক্র। তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আমার বার্তা/এমই