ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি একনলা রাইফেল, শক মেশিন ও রামদাসহ পলাশ মিয়া নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।
সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
পরে উদ্ধারকরা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আমার বার্তা/এল/এমই