ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত আধাঘণ্টা আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এ সময় ট্রেন যাত্রীদের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী লোকমান ও সোহেল মিয়া জানান, ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ করে দুপুর ১২টার দিকে পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ২০০ মিটারের ব্যবধানে ট্রেন চালক বিষয়টি আঁচ করতে পারেন।
এরপর আবারো ইঞ্জিনসহ সামনের অংশে বগি নিয়ে ট্রেনটি পিছনের দিকে ফিরে যান। পরে বিচ্ছিন্ন অংশের সঙ্গে পুনরায় জোরা লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালশহর স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, ওই ট্রেনটি বিচ্ছিন্ন বগি তিনটি রেখে সামনের দিকে চলে যায়। কোনো যন্ত্রাংশ ভেঙে এমনটি হয়ে থাকতে পারে। এ ঘটনার পর আপ লাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয় বলে জানান ওই স্টেশন মাস্টার।
আমার বার্তা/এল/এমই