কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলীয় মনখালী এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে নাজমুল হোসেন সায়েম বাবুর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ভোরে মনখালী উপকূলে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা শনাক্ত করেন।
মৃত নাজমুল হোসেন সায়েম বাবু উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা ও প্রবাসী নাজির হোসেনের ছেলে।
নিখোঁজ অপর শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৬) সন্ধান এখনো মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের একটি যৌথ দল কাজ করছে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে কয়েকজন কিশোর শখের বশে সমুদ্রে মাছ ধরতে যান। এ সময় পানির তীব্র স্রোতে পড়ে যায় হাবিবুল আবছার ও নাজমুল হোসেন সায়েম বাবু। শনিবার ভোরে পাওয়া যায় সায়েমের মরদেহ।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। পরিবারকে সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
আমার বার্তা/এল/এমই