রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাব গাছ থেকে পড়ে কাজল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কাজল ঝলমলিয়া এলাকার কামালের ছেলে।
পুলিশ জানায়, কাজল নেশাগ্রস্ত যুবক। তিনি নেশার টাকার জন্য মানুষের গাছ থেকে বিভিন্ন ফল চুরি করে বিক্রি করেন। রাতে বা ভোরের যে কোনো সময় তিনি ডাক বাংলোর গাছে ডাব পাড়তে ওঠেন। এ সময় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।’
আমার বার্তা/এল/এমই