নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে খুলনা বিভাগে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ জুলাই) অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়সহ সাতটি জেলার বিভিন্ন বাজারে একযোগে অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের সাতটি টিম চালানো এ অভিযানে ওষুধ, চাল, তেল, গ্যাস, ডিম, মুরগি, পেঁয়াজ, আলু, সবজি, হোটেল ও ডায়াগনস্টিক সেবার মূল্য যাচাই এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার তদারকি করা হয়। এসব অনিয়মের দায়ে মোট ১২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। মূল্য তালিকা টানানো না থাকা, মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধ খাদ্য উৎপাদনের মতো অপরাধে এসব জরিমানা করা হয়।
খুলনা মহানগরীর ধর্মসভা ক্রস রোড এলাকায় একটি ওষুধ বিক্রেতাকে যথাযথ পণ্য সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিমেট্রি রোডের হোটেল কস্তুরিকে অবৈধ উপায়ে খাদ্য প্রস্তুতের জন্য ৪ হাজার এবং জি খান অ্যান্ড কোং-কে মোড়কের অনিয়মে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ার লাহিনি বটতলা বাজারে কুটুমবাড়ি হোটেল ও মুসলিম সুইটসকে যথাক্রমে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। নড়াইলের গারুচীরা ও শাহাবাদ বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার ইসলামপুর পাড়ায় দুটি হোটেলকে খাদ্য অনিয়মের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরার খুলনা রোড মোড়ে রেজোয়ান স্টোরকে মোড়ক ও মূল্য তালিকার অনিয়মে ১০ হাজার টাকা এবং যশোরের দড়াটানা মোড় এলাকার সিদ্দিক বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতে নিয়মিত তদারকির আশ্বাস দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আমার বার্তা/এল/এমই