ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের একটি মুরগিবাগী পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে শ্রীনগরের কামারখোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকাল সোয়া ৭টার দিকে ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের গিয়ার বক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি উল্টে যায় এবং চালক ও সহকারীর বসার অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে বহু পোল্ট্রি মুরগি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কমস স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কিছুক্ষণ পর একই স্থানে ঢাকামুখী তিনটি বাস একে অপরকে পিছন থেকে ধাক্কা দেয়, যার ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি দুর্ঘটনার কারণে ওই সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আমার বার্তা/এল/এমই