বগুড়ায় এক বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দুই নারীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
বুধবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ৮৩ বছর বয়সী লাইলী বেওয়া এবং ২১ বছর বয়সী হাবিবা ইয়াসমিন। দুজনের মধ্যে দাদি-নাতি বউয়ের সম্পর্ক। হামলায় গুরুতর আহত হন বন্যা নামের আরও একজন নারী, যিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।
স্বজনদের ভাষ্যমতে, ঘটনার সময় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলীর সঙ্গে ঘরে ছিলেন। হঠাৎ এক দুর্বৃত্ত ঘরে ঢুকে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন।
বন্যার আত্মীয়রা ধারণা করছেন, প্রেমঘটিত একটি ঘটনার জেরে এই হামলা হয়েছে। বন্যার সঙ্গে এক যুবকের প্রেম ছিল এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল সেই ছেলেটি। তবে পরিবারের আপত্তির কারণে সেই বিয়ে হয়নি। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই হামলার সূত্রপাত।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গাজিউল হক জানান, ঘটনার সময় বন্যা এক যুবক সৈকতের সঙ্গে কথা বলছিলেন। কথাবার্তার একপর্যায়ে বিবাদ শুরু হলে সৈকত তাকে ছুরিকাঘাত করে। পরে হাবিবা ও লাইলী তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, হামলাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আমার বার্তা/জেএইচ