মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজের মেয়ে ও জামাতার প্রতারণায় নিঃস্ব হয়ে পড়েছেন সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন ও তার স্ত্রী আমেনা বেগম। দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে নিজ বাড়িতে এখন নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।
মঙ্গলবার সকাল ১০টায় গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন অভিযোগ করেন, তাদের মেয়ে মৌরিন আফরিন রানী ও জামাতা মাহবুব আলম মনির প্রতারণার মাধ্যমে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে।
গিয়াস উদ্দিন জানান, “আমরা কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ছিলাম। মেয়েকে বিয়ে দিই মাহবুব আলম মনিরের সঙ্গে। তারপর সে আমাদের বালুয়াকান্দিতে জমি কেনার ব্যাপারে আগ্রহী করে তোলে। তার কথায় ৩২ লাখ টাকা দেই জমি কেনার জন্য। বলা হয়েছিল জমিটি আমার স্ত্রীর নামে রেজিস্ট্রি হবে, কিন্তু কৌশলে মেয়ের নামে রেজিস্ট্রি করে ফেলে। পরে সেই জমিতে বিল্ডিং নির্মাণ বাবদ আরো ৭০ লাখ টাকা দেই। বিভিন্ন সময়ে আরও ৭৩ লাখ টাকা পাঠিয়েছি। সব মিলিয়ে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ হাতিয়ে নিয়েছে ওরা।”
তিনি আরও বলেন, “২০১৮ সালে দেশে ফিরে দেখি আমরা প্রতারণার শিকার হয়েছি। এখন মেয়ে আর জামাতা আমাদের নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসী ভাড়া করে হুমকি দিচ্ছে। আমরা বাধ্য হয়ে কোর্টে মামলা করি। সে মামলায় তারা জেল খেটেছে। জামিনে এসে এখন আমাদের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।”
অন্যদিকে আমেনা বেগম জানান, “আমি বায়না দিয়ে বিদেশ চলে গিয়েছিলাম। পরে জানানো হয়েছিল জমি আমার নামে কেনা হয়েছে। অথচ এখন দেখি জমি ও ঘর সবই মেয়ের নামে। আমার দুই ছেলের প্রবাস জীবনের টাকাও এ বাড়িতে লাগিয়েছি। এখন কিছুই নেই। আমরা পথে বসেছি।”
প্রবাসী পরিবারটির দাবি, প্রতারণার সব প্রমাণ তাদের কাছে রয়েছে, ব্যাংক ট্রান্সফার, মেসেজ ও রেজিস্ট্রির কাগজসহ। প্রশাসনের সুদৃষ্টি কামনা করে তারা তাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ চান।
এ বিষয়ে অভিযুক্ত মাহবুব আলম মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই