ই-পেপার শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বর্ষ বিদায় ও বরণকে ঘিরে পাহাড়ে উৎসব

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৭
আপডেট  : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৫

বর্ষ বিদায় ও বরণকে ঘিরে উৎসবে মাতোয়ারা পার্বত্য জেলা রাঙামাটি। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও চলছে বিভিন্ন আয়োজন। আনন্দ ও উল্লাসে অনুষ্ঠিত হলো বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় নিজেদের অধিকারের বিষয়েও ছিলেন সোচ্চার।

বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে পৌরচত্বরে সমাবেত হতে থাকেন বিভিন্ন বয়সের মানুষ। বেলুন উড়িয়ে ও বিজু নৃত্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

বর্ষ বিদায় ও বরণকে সামনে রেখে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা মেতেছে আনন্দ আর উৎসবে। লক্ষ্য সামাজিক এই উৎসবের মাধ্যমে তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি টিকিয়ে রাখা। প্রতিবারের মতো এবারও উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাদ্যের তালে তালে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন সবাই।

পার্বত্য চট্টগ্রামের ১২টি জনগোষ্ঠীর মধ্যে বাংলা বর্ষকে বিদায় জানানোর এ অনুষ্ঠান তাদের প্রধান সামাজিক উৎসব হিসেবে বিবেচিত। এই উৎসব চাকমা জনগোষ্ঠী বিজু নামে, ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ বৈসুক, মারমা জনগোষ্ঠীর মানুষ সাংগ্রাই, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী বিষু, কোনও কোনও জনগোষ্ঠী বিহু নামে পালন করে থাকে।

বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা বাহারি রঙের পোশাক তাদের সংস্কৃতি তুলে ধরেন। ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমেই সহজেই চেনা যাচ্ছে কে কোন সম্প্রদায়ের। বাংলা নতুন বছরের আগাম বার্তা সবার কাছে পৌঁছে দেওয়াই হলো তাদের উদ্দেশ্য। তবে আনন্দের এই আয়োজনে নিজেদের সংস্কৃতি ও অধিকার আদায়েও তারা ছিলেন সোচ্চার।

উৎসবে অংশ নেওয়া প্রথমা চাকমা বলেন, ‘প্রতি বছর এই বিজু র‌্যালিতে আমরা অংশগ্রহণ করি। যার মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে তুলে ধরতে চাই। আমরা আমাদের পরিচয়ে বেঁচে থাকার অধিকার চাই।’

সীমা তঞ্চঙ্গ্যা বলেন, ‘বাংলা বছরকে বিদায় ও বরণকে কেন্দ্র করে পাহাড়ে উৎসবের রঙ লাগে। পুরনো বছরের সব দুঃখ দূর করে নতুন বছর যেন মঙ্গলময় হয় সেই জন্য প্রার্থনা।’

শোভাযাত্রা উপলক্ষে আলোচনায় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আমাদের কৃষ্টি, প্রথা ও সংস্কৃতি আমরা ভুলে যেতে বসেছি। আমরা একদিন হারিয়ে যাবো। আমাদের যদি বৈসাবী বলা হয় বিজু, সাংগ্রাই ভুলে যাবো। আমাদের নৃ-গোষ্ঠী বলা হয় তাহলে চাকমা, মারমা, ত্রিপুারা ভুলে যাবো। ভুলে যাওয়ার জন্যই এই ব্যবস্থা। আমাদের আমাদের আমাদের মতো থাকতে দিন। এই শুভ দিনে যাতে কোথাও কোনও গোলযোগ না হয়, সুন্দরভাবে আমরা আমাদের উৎসব পালন করতে চাই।’

চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় বলেন, ‘বর্তমান সরকারের তিন সংস্কার কমিশনের সঙ্গে আমি মৌখিক ও লিখিতভাবে আমাদের পাহাড়ের কথাগুলো বলেছিলাম। তবে আমাদের কথাগুলো সেভাবে উঠে আসেনি কমিশনের প্রস্তাবে। এটি আমাদের হতাশ করেছে।’

তিনি আরও বলেন, ‘এক সময় পুরো বাংলাদেশে বর্ষ বিদায় ও বরণকে উদযাপন করা হতো। এখন অনেকটা বদলে গেছে সংক্রান্তি উৎসবটি। একমাত্র পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীরা এখনও এই ঐতিহ্য ধরে রেখেছি।’

আমার বার্তা/এমই

সখিপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখিপুরে ধানক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে

সরাইলে শিশু সুরায়ার পাশে মানবিক মানুষেরা; শারিরীক অবস্থা উন্নতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজ সরাইল গ্রামের ৮ বছরের শিশু সুরায়া আক্তার। গত প্রায় ৪

ইন্টারনেটকে সহজলভ্য ও মান বাড়াতে কাজ করছে বিটিআরসি: চেয়ারম্যান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেছেন, ইন্টারনেটকে

ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে মামলা

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সরাইলে শিশু সুরায়ার পাশে মানবিক মানুষেরা; শারিরীক অবস্থা উন্নতি

প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হবে চার নারী ক্রীড়াবিদ

ইন্টারনেটকে সহজলভ্য ও মান বাড়াতে কাজ করছে বিটিআরসি: চেয়ারম্যান

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে ঢাকা

ঢাকার চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে: রিজওয়ানা হাসান

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

শর্ত পূরণে জুনে মিলতে পারে আইএমএফ’এর ঋণের দুই কিস্তি

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক

উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটার কারণ দেখছি না

নিয়োগে দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

চবির ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, বিশেষ অভিযান চলছে: সেনাবাহিনী

ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে মামলা

নতুন দল নিবন্ধনের সময়সীমা তিন মাস বাড়ানোর আবেদন এনসিপির

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

দেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে: মান্না

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ এনসিপির