ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় এয়ারপোর্টগামী মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন সিএনজি চালক হলেও তার আড়ালে ছিনতাইকারীকে চক্রের হয়ে কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তিনি।
আটককৃত ছিনতাইকারীর নাম ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (৩২)। সে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, গতকাল রাত পৌণে দশটার দিকে সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি এলাকা থেকে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুককে আটক করা হয়েছে। ছিনতায়ের কাজে ব্যবহৃত তার সিএনজিটি জব্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে'।