নীলফামারী জেলার জলঢাকা সরকারি কলেজ ছাত্র কল্যাণ পরিষদ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গতকাল জলঢাকা সরকারি কলেজ পড়ুয়া ছাত্রদের না জানিয়ে একটি ভুয়া কমিটি ঘোষনা করে বলে দাবি করে উক্ত কলেজের ছাত্ররা। কমিটি যারা দিয়েছেন সে সকল উপদেষ্টার নাম, রক্সি,শাবাব,সাব্বির, নিশান,সাগর,শিমুল, হাবিব,সোহেল সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক আসাদ ।
কমিটি ঘোষনা দেওয়ায় তৎক্ষনিক শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখায় ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে।আজ সকাল ১০ টায় বহিরাগত ও ভূয়া উপদেষ্টাদের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রিন্সিপালকে কমিটি বাতিলের দাবি দিলে প্রিন্সিপাল শিক্ষার্থীদের কথা শুনে কমিটি বাতিল হবে বলে সকল ছাত্রছাত্রীকে বলেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধনের ডাক দেয় রিফাত, মাসুম, সাহাদ, সৌরভ, নাছির, মিল্লাত, জেমি, মুসকান সহ সকল সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন বিগত প্রিন্সিপালের সময়ে স্যারের কথায় আমরা ছাত্র সংসদ করি। ছাত্র সংসদের মেয়াদ শেষ হওয়ায় ১৭ তারিখ রাতে কমিটি বিকল্প কমিটি করা হবে বলে তারা জানান।কিন্তু পরেরদিন বহিরাগতরা এসে ভূয়া উপদেষ্টা সেজে মাদককারীদের নিয়ে কমিটি গঠন করে।আমাদের ক্যাম্পাসে কোনো মাদকাসক্ত ও বহিরাগতদের জায়গা আমরা দেব না। যারা উপদেষ্টা ছিলেন তাদের বেশিরভাগই এই কলেজের সাবেক বা বর্তমান শিক্ষার্থী নয়। আমরা তাদের কে এবং তাদের এই ভূয়া কমিটি মানি না। মানবো না।আমাদের কলেজে কোন ভুয়া ছাত্রদের কমিটি দিলে তাহা আমরা কোন ভাবে মেনে নিবো না।এবং তারা অত্র কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী নিয়ে কমিটি চেয়েছেন অবিলম্বে।