৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ করে পাকিস্তানী সেনা বাহিনীকে পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করে।
দিবসটি পালন উপলক্ষে কুড়িগ্রাম কলেজমোড়স্থ বিজয় স্তম্ভে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহরে একটি র্যালি প্রদক্ষিণ করে আলোচনা সভায় অংশগ্রহণ করেছে।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং জেলা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,বীর প্রতীক, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন,(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, প্রশাসন ও অর্থ), কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল ইসলাম সহ অন্যান্যরা অংশ নেন।