শেরপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (সেপ্টেম্বর)-২০২৪ এর কার্যক্রম আজ ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে ১ম দিনের মাঠ পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
আজকের পরীক্ষায়, প্রার্থীর উচ্চতা, ওজন, বুকের মাপ ও কাগজপত্র যাচাই করা হবে। যোগ্য প্রার্থীদের Physical Enduransce Test (PET)-এ অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করা হবে। ২য় ও ৩য় দিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে পুশ আপ,লং জাম্প, হাই জাম্প, পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হবে।
মাঠ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২ই নভেম্বর ২০২৪ খ্রি. সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার জনাব আমিনুল ইসলাম আবারও সকলকে সতর্ক করেন যে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।