বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজানকে (৩৩) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বায়েজিদ বোস্তামি থানার হরিপুর ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে মিজান। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানার নাশকতার মামলায় সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানা যায়।
মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।’
আমার বার্তা/এমই