ই-পেপার বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: এ কে নোমান, নওগাঁ:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩
নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আব্দুল আউয়ালের সাথে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এ সময় নওগাঁ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ. ইরফান উদ্দীন আহমেদ ( সার্বিক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা (রাজস্ব), বিরোদা রানী রায় (শিক্ষা ও আইসিটি),সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন (নেজারত ও ট্রেজারি শাখা) এবং সহকারী কমিশনার মোহাইমিনুল ইসলাম মামুন(গোপনীয় এবং আইসিটি ইনোভেশন) উপস্থিত ছিলেন ।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, "আমি সরকারের প্রতিনিধি ও জনগণের খাদেম হিসেবে এখানে এসেছি। আপনারা জাতির আয়না, আপনাদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র প্রতিফলিত হয়। আমি চাই, আপনারা আমার কাজের মূল্যায়ন করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন এবং গঠনমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমার লক্ষ্য হলো জনসেবায় নিজেকে নিয়োজিত রেখে নওগাঁ জেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া।"

জেলা প্রশাসক তার পারিবারিক ও শিক্ষাজীবনের কিছু তথ্য তুলে ধরে আরও জানান, তার জন্মস্থান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করে তিনি তার কর্মজীবন শুরু করেন। এর পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে দুর্নীতি দমন কমিশনসহ একাধিক জেলা প্রশাসকের দায়িত্ব পালন উল্লেখযোগ্য। সর্বশেষ, গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাকে নওগাঁ জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানান এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, স্থানীয় সাংবাদিকরা প্রশাসনের সহযোগিতায় কাজ করতে পারলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে এবং জনসাধারণের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় দৈনিক "লাখো কণ্ঠ" পত্রিকার জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, দৈনিক বণিক বার্তা ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রোমন আহমেদ, ভোরের দর্পন ও সকালের সময় পত্রিকায় ধামইরহাট উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অন্যান্য প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা। তারা নবাগত জেলা প্রশাসকের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নওগাঁ জেলার উন্নয়নে সাংবাদিকদের করণীয় বিষয়েও মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা মনে করেন, সাংবাদিকরা স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে জনগণের স্বার্থে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সাংবাদিকরা আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে, যা নওগাঁ জেলার সার্বিক উন্নয়নে সহায়ক হবে। বিশেষ করে স্থানীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সাংবাদিকদের দেওয়া তথ্য প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবে। সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন যে, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে নওগাঁ জেলার উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি আসবে এবং তারা এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

জেলা প্রশাসক সভার একপর্যায়ে সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি নওগাঁ জেলাকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে।"

অপরদিকে সভার শেষাংশে, সাংবাদিকরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং সাংবাদিকতার মানোন্নয়নের জন্য একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

আ.লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যা করেছে এবং যেভাবে গণঅভ্যুত্থানে তাদের বিদায়

এমএ রশিদ হাসপাতালে আইসিইউ এবং এইচডিইউ’র উদ্বোধন

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর সহপ্রতিষ্ঠান, জামালপুরের এম.এ.রশিদ হসপিটাল ইনটেনসিভ কেয়ারই উনিট (আইসিইউ) এবং এইচডিইউ

চাঁদপুরে আ.লীগ নেতা নিহতের ৪ বছর পর মামলা করলেন ছেলে

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারকে হত্যা করার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

হিলি স্থলবন্দরে ঢুকলো ১২৩ টন ভারতীয় পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এর ফলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী এডিবি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৫

মেরামত শেষে প্রস্তুত মতিঝিল রুট, তাপমাত্রা ৩২-এ নামার অপেক্ষা

১০ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গঠন

কর্মকর্তাদের বিধি মেনে চলার নির্দেশ প্রধান বিচারপতির

ওরিয়নের ওবায়দুল করিম ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌ-বাহিনীর ২০০ সদস্য

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত

ফ্যাটি লিভারের প্রতিকার ও পদক্ষেপ

ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে: বিমান সচিব

হাসিনার সম্পদ লুটের তদন্তে লন্ডনকে ঢাকার অনুরোধ

২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবারও চলবে মেট্রোরেল

শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ

জাবিতে দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

আ.লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল

এমএ রশিদ হাসপাতালে আইসিইউ এবং এইচডিইউ’র উদ্বোধন

ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেইজার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব