ই-পেপার রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৫, ১৪:১৫
আপডেট  : ২৭ জুলাই ২০২৫, ১৪:১৮

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই কিছু বিভ্রান্তি তৈরি হয়। সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) থেকে প্রকাশিত ২৪ জুলাইয়ের তালিকায় মৃতের সংখ্যা ছিল ১৫।

কিন্তু ২৭ জুলাই তারিখে প্রকাশিত হালনাগাদ তালিকায় সেই সংখ্যা ১৪ দেখানো হয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী দুর্ঘটনাটিতে সর্বমোট নিহতের সংখ্যা ৩৪।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলে সেটি নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এরপর পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ফরেনসিক তদন্তের ভিত্তিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

সিএমএইচ সূত্র জানায়, ২১ জুলাই দুর্ঘটনার পর মর্চুয়ারিতে মোট ১৫টি বডিব্যাগ গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে তুরাগ থানা পুলিশ এগুলোর সুরতহাল প্রতিবেদনে ১১টি সম্পূর্ণ মরদেহ, ২টি অপূর্ণাঙ্গ মরদেহ এবং ৫টি বিচ্ছিন্ন দেহাংশ শনাক্ত করে। এর মধ্যে ৯টি মরদেহ স্বজনরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারায়, ৮টি ২১ জুলাই এবং ১টি ২২ জুলাই হস্তান্তর করা হয়।

অবশিষ্ট ২টি মৃতদেহ, ২টি অপূর্ণাঙ্গ মরদেহ এবং ৫টি দেহাংশ নিয়ে শুরু হয় ফরেনসিক বিশ্লেষণ। ২২ জুলাই, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল ও সিএমএইচ থেকে মোট ১৪টি নমুনা সংগ্রহ করে এবং পরিবারের পক্ষ থেকে নেয় ১১টি রেফারেন্স নমুনা। বিশ্লেষণ শেষে জানা যায়, যে বডিব্যাগটিতে ৫টি বিচ্ছিন্ন দেহাংশ ছিল, সেগুলো দুইজন শিক্ষার্থী- লামিয়া আক্তার সোনিয়া ও আফসানা আক্তার প্রিয়ার দেহের অংশবিশেষ। ফলে সেগুলো পৃথক পাঁচজন নয়, বরং দুটি মরদেহ হিসেবেই গণ্য হয়।

এই ফলাফলের ভিত্তিতে সিএমএইচে সংরক্ষিত মৃতদেহের প্রকৃত সংখ্যা দাঁড়ায় ৫টি। এদের সঙ্গে আগেই হস্তান্তর হওয়া ৯টি মরদেহ মিলিয়ে চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় ১৪, যা ২৭ জুলাইয়ের হালনাগাদ তালিকায় প্রতিফলিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এই সংশোধিত তথ্য নিশ্চিত করে।

এদিকে সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১২ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ জন আহত হয়ে ভর্তি ছিলেন এবং ৩৪ জন মারা গেছেন।

বিভিন্ন হাসপাতালে মৃত ও আহতদের সংখ্যা নিম্নরূপ

• জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট : ৬৬ জন ভর্তি, ১৭ জন মৃত্যু

• সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) : ১১ জন ভর্তি, ১৪ জন মৃত্যু

• ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল : ১ জন ভর্তি

• টঙ্গী জেনারেল হাসপাতাল : ১ জন মৃত্যু (অজ্ঞাত)

• ইউনাইটেড হাসপাতাল : ১ জন মৃত্যু

• জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল : ১ জন মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, শুরুতে প্রাপ্ত দেহাবশেষগুলো আলাদাভাবে মরদেহ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছিল। কিন্তু ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, কিছু অংশ একই ব্যক্তির। এতে মৃতের সংখ্যায় পার্থক্য এসেছে।

প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার ভয়াবহতা, দেহাবশেষের অপ্রতুলতা এবং স্বজনদের মানসিক পরিস্থিতি- সবমিলিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা নিরূপণে সময় লেগেছে। তবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, দুর্ঘটনায় মোট ৩৪ জন মারা গেছেন, যার মধ্যে সিএমএইচে মৃত্যুর সংখ্যা এখন ১৪।

আমার বার্তা/এল/এমই

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে আরও দুজনকে দেওয়া হলো ছাড়পত্র

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে

মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া কুমিল্লার কিশোর মাহতাব রহমান

মাইলস্টোন ট্রাজেডি: নিজ গ্রামে দাফন করা হল মাসুমা বেগমকে

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ

বিআরটিএর অভিযানের প্রতিবাদে ৮ দফা দাবি জানিয়েছে পরিবহন মালিকরা

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ নিয়ে বিআরটিএর অভিযানের প্রতিবাদে ৮ দফা দাবি জানিয়েছে পরিবহন মালিকরা। আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যে কোনো দিন যুদ্ধবিরতি হতে পারে: মার্কো রুবিও

মকস বিলে নৌকাডুবে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে আরও দুজনকে দেওয়া হলো ছাড়পত্র

সংবিধানের মূলনীতি নিয়ে ডানপন্থি-বামপন্থি দলগুলোর তুমুল বিরোধ

মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

একনেকে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প অনুমোদন

সেপ্টেম্বরে দেশের ৩ ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি

দেশে আর যেন নিপীড়নের শাসন ফিরে না আসে: আদিলুর রহমান

মেঘনায় তীব্র স্রোতে বালুবোঝাই বাল্কহেড ডুবি

গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় বিকল্প নেতৃত্বের পথে জাতীয় পার্টি

সাতক্ষীরার দেবহাটায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বসতঘর

রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, এটা হতে পারে না: খসরু

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৫৭ জন গ্রেপ্তার

জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে স্থির আছেন তারেক রহমান: খসরু

বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে: খসরু

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি

সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে: নাহিদ

৪৪ বছরে ৭ গুণ জনবসতি, ৫ ডিগ্রি তাপ বৃদ্ধিতে বিপর্যয়ের মুখে ঢাকা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকায় যশোর জেলা ছাত্র ফোরামের দোয়া

বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার: বাণিজ্য সচিব