গাজীপুর কাশেমপুর থানার চক্রবর্তী এলাকায় সাইনপুকুর সিরামিক্স ফ্যাক্টরির ভিতরে শর্ট-সার্কিট থেকে ৬জন দগ্ধ হওয়ার ঘটনা হয়েছে। গতকাল রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাদের গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন,মোঃ মোহাম্মদ রাহাত (৩২), আবু রায়হান(৩২),রেজাউল (৫৫),মোঃ রুপন (২৫),মোঃ তানভীর (৩৭)ও মোঃ ফারুক (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে গাজীপুর থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে রুপম ৬ শতাংশ, রেজাউল ২ শতাংশ, তানভীর ১৬ শতাংশ, মোঃ ফারুক ২১ শতাংশ, আবু রায়হান ৪৪ শতাংশ ও রাহাত ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলেরই ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইনপুকুর পুকুর সিরামিক কোম্পানির প্রতিনিধি মোঃ আল মামুন জানান, আহতরা সবাই গ্যাস সিলিন্ডার রিপিয়ারিং কর্মচারী। তারা কেউ আমাদের কোম্পানির কর্মচারী নন। তারা মজুরিতে গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং এর কাজ করে। গতরাত নয়টার দিকে আমাদের কোম্পানির ভিতর গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং এর কাজ করার সময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে তা থেকে শর্ট সার্কিট হয়ে দগ্ধ হন তারা। পরে আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ