ই-পেপার রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইবি প্রতিনিধি:
১৮ মে ২০২৫, ১৪:৫০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভুক্ত আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম সংস্কারের দাবিতে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টায় মীর মশাররফ হোসেন ভবনের নিচতলায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা বিভাগের নাম ‘আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ’ পরিবর্তন করে ‘আল-ফিকহ এন্ড ল’ নামকরণের দাবি জানায়। এর আগে দুপুর দেড়টায় বিভাগের সভাপতির কক্ষে এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় দুই ঘন্টা আলোচনা হয়। আলোচনায় কোনো সমাধান না হওয়ায় দাবি আদায়ে বেলা সাড়ে তিনটায় বিভাগের সামনে বসে পড়েন তারা।

জানা যায়, বিগত বছরের ২রা সেপ্টেম্বর আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কাছে বিভাগ সংস্কারের ১৭ দফা দাবি পেশ করে। যার মধ্যে বিভাগের নাম সংস্কার অন্যতম দাবি ছিল। তখন শিক্ষকদের পক্ষ থেকে অতিদ্রুত এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বিগত নয় মাসে দৃশ্যত কোনো পরিবর্তন হয়নি বলে দাবি শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, বিভিন্ন অযুহাত দেখিয়ে শিক্ষকরা বিভাগের নাম সংস্কারের দাবি বিগত একাডেমিক কমিটির সভায় তোলেননি। আসন্ন একাডেমিক কমিটির সভায়ও তারা নাম সংস্কারের বিষয়টি তুলতে চাচ্ছে না। এজন্য অনতিবিলম্বে এ বিষয়ে বিভাগ থেকে সিদ্ধান্ত নিয়ে আসন্ন একাডেমিক কমিটিতে নাম সংস্কারের বিষয়টি তুলতে আমরা একাট্টা অবস্থানে আছি।

এদিকে নাম সংস্কারের দাবিতে আজ শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও সমাধান না মেলায় বিকেল সাড়ে ৩টায় বিভাগের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা বিভাগের নাম পরিবর্তনের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষকদের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এসময় বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী আসন্ন একাডেমিক কমিটির সভায় নাম সংস্কারের বিষয়টি উত্থাপন করবো। আগামীকালই এ বিষয়ে রেজুলেশন করা হবে। আমরাও বিভাগের নাম সংস্কার চায়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, আমি এ বিষয়ে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি। বিভাগের কোনো বিষয় সিন্ডিকেট সভায় পাঠাতে হলে সকল শিক্ষক ঐকমত থাকতে হয়। কিছুদিন আগে আমি এই বিষয়ে সবাইকে ডাকলেও কয়েকজন শিক্ষক এতে সাড়া দেননি। এছাড়াও শিক্ষার্থীদের পূর্বের দাবিতে দুটি নামের প্রস্তাবনা থাকায় কয়েকজন শিক্ষক এতে দ্বিমত পোষণ করেন। এজন্য তা আর এগোনো সম্ভব হয়নি। এবার শিক্ষার্থীরা এ বিষয়ে একমত এবং বিভাগের নাম ‘আল-ফিকহ্ এন্ড ল’ করার দাবি জানিয়েছে। আশা করি এবার তা সংস্কার করা সহজ হবে।

প্রসঙ্গত, বিভাগটি চালুর পর থেকে বিভাগের নাম ছিল আল-ফিকহ। কিন্তু বিভাগটি আইন অনুষদভুক্ত হওয়ায় এবং এলএলবি ডিগ্রি প্রদান করায় পরবর্তীতে ২০১৭ সালে শিক্ষার্থীরা ফিকহের সঙ্গে ‘ল’ যুক্ত করার দাবি তোলেন। সেসময় দাবি মানা হলেও ষড়যন্ত্রমূলকভাবে তৎকালীন আওয়ামী প্রশাসন ‘ল’ এর পরিবর্তে বিভাগের নামের শেষে ‘লিগ্যাল স্টাডিজ’ যুক্ত করে ‘আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ’ নামকরণ করেন। এই বিভাগকে দমিয়ে রাখার জন্যই সেসময় এমন ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীদের।

আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই

পবিপ্রবিতে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ‘গবেষণা’ উৎসব

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো ‘গবেষণা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং

শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

অচলাবস্থার পর ইউআইইউতে ২০ মে থেকে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

বেশ কিছুদিন ধরে অচলাবস্থার পর আবারও শিক্ষার ধারায় ফিরেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। প্রতিষ্ঠানটিতে আগামী ২০

আহত ৬ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে হাসপাতাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ সংস্কারের আইনি ভিত্তির জন্য গণভোট চায় জামায়াত

কানাডায় অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল- ২০২৫ উদযাপন

আজ থেকে দেশের বাজারে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিলো ভারত

ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

পবিপ্রবিতে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ‘গবেষণা’ উৎসব

দুর্নীতি যত কমিয়ে আনা যাবে বৈষম্য তত কমবে: দুদক চেয়ারম্যান

রাজধানীতে চাকরিচ্যুত সেনাসদস্যদের বিক্ষোভ

সাম্য হত্যার বিচারের দ্রুত দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

আইনজীবী নেবে এনআরবিসি ব্যাংক

সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে: সারজিস

বিনামূল্যের গণপরিবহন চালু হচ্ছে অস্ট্রেলিয়ায়

ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কামরুল ইসলাম

ক্যানবেরায় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন-গুরিয়ন বিমানবন্দর

এভিয়েশন খাতে বিনিয়োগ নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা