ই-পেপার শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও প্রকাশ্যে ইসলামী ছাত্রশিবির

নিজস্ব প্রতিনিধি:
৩০ অক্টোবর ২০২৪, ১৬:০৮
আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:১০
ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ ওরফে রাফি, সাধারণ সম্পাদক মহিবুর রহমান ওরফে মুহিব ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন ওরফে সাকি।

প্রায় ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি বিবৃতি দিয়েছেন।

ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন ওরফে সাকি স্বাক্ষরিত বিবৃতিতে সভাপতি হারুনুর রশিদ ওরফে রাফি ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান ওরফে মুহিবের বক্তব্য উল্লেখ করা হয়েছে। তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব দলের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিতের কথা বলেছেন।

ছাত্রশিবিরের জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ), সাধারণ সম্পদক মহিবুর রহমান বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) এবং প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে কোনো ধরনের দখলদারি, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনা, গবেষণামুখী শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ছাত্রশিবির কাজ করে যাবে। ছাত্রশিবির চায় ছাত্র সংসদকেন্দ্রিক সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক।

ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি দাবি করে বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নিষিদ্ধের একটি বয়ান তৈরি করে এসেছে। আদতে এই বয়ানের কোনো সত্যতা নেই। ১৯৮৯ সালের ১৫ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪২তম সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাবনা এলেও এ রকম কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বরং সভার সিদ্ধান্ত ছিল ‘বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত বিধায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়’।

ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘গত ১৫ বছর ধরে আওয়ামী দুঃশাসনের কারণে রাজনীতির সংজ্ঞাই পাল্টে গেছে। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি চাই। চব্বিশের শহীদদের আশা–আকাঙ্ক্ষার আলোকে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক সংস্কার হোক।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবির সভাপতি সাদিক কায়েম ফেসবুকে পোস্ট দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদও নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। পরে ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটির তথ্য প্রকাশ করা হয়।

আমার বার্তা/এমই

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা,

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, সড়ক অবরোধ

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আগুন লাগিয়ে দেয়।

শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে শিক্ষা-গবেষণার উন্নয়ন সম্ভব

শিক্ষার্থীদের মতামত গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া থাকলে শিক্ষা ও গবেষণার মানের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন জিয়াউল হক

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

রাজস্থলীতে হয়রানির প্রতিবাদে এক বিএনপি নেতার সংবাদ সন্মেলন

নাটোরে অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ

বরগুনায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর মুখে কলেজ ছাত্রী

জুড়ীতে গৃহবধূকে সৎ ভাইয়ের অমানবিক নির্যাতন

জুড়ীতে মরহুম আসাদ উদ্দিন বটল স্মরণে আলোচনা সভা

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

সরাইলে অকেজো অবস্থায় পড়ে আছে ৩২ লাখ টাকার সেতু

গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

সাত কলেজ দেখভালে ঢাবিতেই পুরোপুরি আলাদা ব্যবস্থা

প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি না, কমিশনে প্রস্তাব

স্পিকারের প্রশাসনিক-আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

রাজনৈতিক প্রভাবের বাইরে দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান

রিজার্ভও বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

১১৭তম প্রাইজবন্ডের ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

নারী ফুটবল দলের বেতন সমস্যা দ্রুত সময়ে সমাধানের আশ্বাস

অস্ট্রেলিয়ায় আটক ৯৭ বাংলাদেশিকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচার অনুসন্ধানে সিআইডি

রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র