কর্ণফুলীতে প্রবল স্রোতে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে চট্টগ্রামের চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাঙ্গামাটি-বান্দরবান, রাজস্থলী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যাত্রীরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি বলেন, ‘বুধবার রাতে কাপ্তাই বাঁধের জলকপাট ৩ ফুট খুলে দেয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণির সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়।’
তিনি জানান, বর্তমানে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৯০ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে, সঙ্গে রয়েছে ভাটার টান। এমন পরিস্থিতিতে ফেরি চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন প্রকৌশলী সবুজ চাকমা।
আমার বার্তা/এল/এমই