বাংলা অরিজিনালস’-এর প্রথম গানে একসঙ্গে হাজির হচ্ছেন জীবন–বুবলী

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

লাল-গোলাপি ঝলমলে পোশাকে দাঁড়িয়ে আছেন শবনম বুবলী। তার দিকে বন্দুক তাক করে নাচছেন শরাফ আহমেদ জীবন! শুনতে ভয়ংকর লাগলেও, আসলে পুরো ব্যাপারটাই প্রেমঘেরা খুনসুটি।

গানচিলের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান ‘ময়না’ দিয়ে প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন জীবন–বুবলী। একদিকে স্টেজ লাইটের ঝলক, অন্যদিকে ডিস্কো মুডে ঝকমকে কস্টিউম—গানটিতে জমেছে রঙিন এক পার্টি ভাইব।

‘ময়না’ গানটি গেয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার, লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন। কোরিওগ্রাফিতে নিলয় এবং পরিচালনায় তানিম রহমান অংশু।

শুধু প্রেমই নয়, ‘ময়না’তে রয়েছে তুফানি নাচের রসদও। বুবলী বললেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।’ জীবনও জানালেন, ‘বুবলীর সঙ্গে নাচের অভিজ্ঞতা দারুণ!’

গানটি মুক্তি পাবে ২৪ জুলাই, গানচিলের ইউটিউব চ্যানেলে। এখন অপেক্ষা—জীবনের বন্দুক থেকে বের হবে শুধু স্টেপ, নাকি হৃদয়ের গুলিও?


আমার বার্তা/এল/এমই