নজরুল সমাধিসৌধ
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৩:০৫ | অনলাইন সংস্করণ
কবি খাইরুল ইসলাম:
মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই,
হাজার কথার হয় তুলনা এর তুলনা নাই।
আজান শুনে, জামাত দেখে জুড়ায় কবির দুনয়ন,
আল্লাহ তে যার পূর্ণ ঈমান করেছিনু সমর্পণ।
প্রাচ্যের এ অক্সফোর্ডে কত গুণী জ্ঞানীজন,
নজরুল কে শ্রদ্ধাভরে শীতল করে হৃদয় মন।
সবুজ ঘাসে দেয়াল ঘেরা প্রিয় কবির গোরস্থান ,
ফুল-মালঞ্চের গোলাপবাগে সাম্যবাদের গুলিস্থান।
চল-চল-চল, অগ্নিবীণা, বিদ্রোহী আর ধুমকেতু,
সিন্ধু-হিন্দোল, বিশের বাঁশি মানব জাতির নব সেতু।
মৃত্যুক্ষুধা, কুহেলিকা, ভাঙার গান অমর হোক,
দুর্গম-গিরি, কান্তার মরু জয় কর আজ মর্ত্যলোক।
নিয়ম-অনিয়ম,উচ্ছৃঙ্খল আর মানবতার কবি,
শ্রদ্ধা-ভালোবাসায় নক্ষত্র তুমি অন্ধ মরুর রবি।
শত সহস্র ফুলমালা শ্রদ্ধাবনত চরণে,
ছুটে আসে কোমল প্রাণ কবির জন্ম, মৃত্যু স্মরণে।
কত দূর দেশি, প্রতিবেশী আসে হাসি-হাসি-খুশিতে,
নিজেকে খুঁজে পায় বিদ্রোহী নজরুল আরশিতে।
জাত, বিভেদ , ভেদাভেদ পোড়ায়ে সাম্যের আগুনে ,
নব জাগ্রত, মানবিক হয় উল্লাসিত ফাগুনে।
বিশ্ব যারে করে কুর্নিশ, আকাশচুম্বি যার খ্যাতি,
সে আর কেউ নয় কবি নজরুল বিশ্ব মানবের জ্ঞাতি।
শত কবি, সাহিত্যিক, কথাশিল্পী কেনা যায় ভাই,
বিদ্রোহী নজরুল ধূমকেতুসম যার তুলনা নাই।