গোল না করেও প্রশংসা পাচ্ছেন আনচেলত্তির, বিশ্বকাপে খেলবেন যারা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কার্লো আনচেলত্তি চেয়েছিলেন ব্রাজিল যেন ঘরের মাঠে তাদের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মারাকানায় খেলে। তা মেনেই ঐতিহাসিক এই ভেন্যুতে চিলির বিপক্ষে ম্যাচ ঠিক করে ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে আজ (শুক্রবার) ব্রাজিল কোচ শিষ্যদের ৩-০ ব্যবধানে বড় জয়ের সাক্ষী হলেন। ম্যাচ শেষে বেশ কয়েকজনের প্রশংসা করেছেন আনচেলত্তি, তবে বেশি স্তুতি করেছেন দুটি গোলে অবদান রাখা লুইজ হেনরিককে নিয়ে।
চিলির বিপক্ষে ম্যাচজুড়ে পজেশন (৬৪ শতাংশ) থেকে শুরু করে আক্রমণ ও শট সর্বত্র দাপট ছিল স্বাগতিক ব্রাজিলের। দলটির হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস। দ্বিতীয় গোলে সরাসরি বলের যোগান (অ্যাসিস্ট) দিয়েছিলেন হেনরিক, তৃতীয় গোলেও তার অবদান ছিল। বদলি নেমে অল্প সময়ের মাঝেই তিনি ঝলক দেখিয়েছেন। ৭২ মিনিটে অনেকটা পথ ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে শট নেন দ্বিতীয় বারে। লাফিয়ে হেড দিয়ে সেটিকে গোলে পরিণত করেন পাকেতা।
৭৬তম মিনিটে ডি বক্সের কাছ থেকে জোরালো শট নেন হেনরিক। যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল, তাতে পা ছুঁয়ে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায়। অল্প সময়েই হেনরিক দৃষ্টি আকর্ষণ করে ম্যাচ শেষে প্রশংসাও পেলেন আনচেলত্তির, ‘লুইজ হেনরিক অসাধারণ প্রতিভাবান। শারীরিকভাবে শক্তিশালী, এক বনাম একের লড়াইয়ে দুর্দান্ত। দারুণ ফিটনেস দিয়ে ম্যাচের ধারা পাল্টে দিয়েছে সে। যখন অন্যরা ক্লান্ত, তখন এমন প্রতিভাবান খেলোয়াড় মাঠে নামলে খেলা বদলে যায়। জাতীয় দলের জন্য এ ধরনের খেলোয়াড় থাকা অনেক বড় সুবিধা।’
পুরো ম্যাচে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিংবদন্তি এই কোচ বলেন, ‘মারাকানার পরিবেশ ছিল দুর্দান্ত, দলে ছিল অসাধারণ সমর্থন। আমরা গতি নিয়ে খেলেছি, ভালো রিদমে, ভালো ডিফেন্স ও কার্যকর প্রেসিং দিয়ে। আমার মনে হয়, সমর্থকরা আমাদের মতোই দলের পারফরম্যান্সে খুশি। আমরা সিরিয়াস ম্যাচ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে ভালোভাবে রক্ষণে মনোযোগী ছিলাম এবং দলটা ছিল অনেক বেশি কম্প্যাক্ট। গোল করার পর ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চিলি কিছুটা আক্রমণাত্মক হয়েছিল, তবে দ্বিতীয় গোলের পর ম্যাচ পুরোপুরি খুলে যায়।’
বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। তবুও আনচেলত্তির সামনে প্রশ্ন করা হয় বিশ্বকাপে কোন খেলোয়াড়রা নিশ্চিত হয়েছেন। জবাবে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক শক্তিশালী নির্দিষ্ট কিছু খেলোয়াড় আছে। তবে ২৫ বা ২৬ জনের তালিকা তৈরি করা সহজ নয়। অন্য কোনো কোচের তুলনায় আমার একটু বেশি কষ্ট হতে পারে আগামী কয়েক মাসে। তবে এটি খুবই ইতিবাচক ব্যাপার। আজ যারা খেলেছে, যারা নেমে ম্যাচের রিদম বদলেছে, সবাইকে পছন্দ হয়েছে আমার। আজকের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।’