এমবাপ্পে–ভিনিসিয়াসের পারফরম্যান্সে রিয়ালের টানা দ্বিতীয় জয়

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দারুণ ছন্দে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের টানা দ্বিতীয় জয়ে এবার ওভিয়েদোকে ৩–০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। দলের হয়ে দু’টি গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং শেষ মুহূর্তে একটি গোল যোগ করেন ভিনিসিয়াস জুনিয়র।

এর আগে, প্রথম ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারিয়েছিল রিয়াল। দ্বিতীয় ম্যাচে অচেনা মাঠ ও প্রতিপক্ষের সামনে পরীক্ষা ছিল আরও কঠিন। তবে রদ্রিগো,এমবাপ্পে ও ভিনিসিয়াসদের দারুণ পারফরম্যান্সে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ‘লস ব্লাঙ্কোস’।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৩৭ মিনিটে এমবাপ্পের দারুণ টার্ন ও নিচু শটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ভিনিসিয়াস দুর্দান্ত প্রেস থেকে বল কাড়েন এবং এমবাপ্পেকে পাস দেন। সেখান থেকে ফরাসি তারকা দ্বিতীয় গোলটি করেন। 

যোগ করা সময়ে একক প্রচেষ্টায় ওভিয়েদোর রক্ষণভাগ ভেঙে চমৎকার শটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ফলে ৩–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের পর টানা দুই হারের স্বাদ পাওয়া ওভিয়েদো পরের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ আগামী ৩০ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে। 


আমার বার্তা/জেএইচ