বিদেশি ক্লাবে ফুটবলার রিপা, জন্মস্থানে ছড়িয়েছে অর্জনের 'উচ্ছ্বাস'

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শাহেদা আক্তার রিপার জন্ম দেশের দক্ষিণের উপকূলীয় ইউনিয়ন কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের সোনাইছড়ি গ্রামে।

বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলের যাত্রায় ফরোয়ার্ড রিপা তার জীবনে যতবার সাফল্য পেয়েছেন ততবারই সেই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছে তার নিজ এলাকার বাসিন্দারা।

দেশের হয়ে প্রথমবার এশিয়ান কাপে খেলার গৌরব বয়ে আনা দলের অন্যতম সদস্য রিপা। কদিন আগে প্রধান উপদেষ্টার কাতার সফরের চার ক্রীড়াবিদের একজন ছিলেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্লাবে জায়গা করে নিয়েছেন। যা নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা'র পারদে রিপা যোগ করেছেন নতুন মাত্রা। ভুটানের ‘রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব’ (আরটিসি উইম্যান এফসি)-এর হয়ে আসন্ন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গত শুক্রবার (৮ আগস্ট) থিম্পুতে পৌঁছে ক্লাবটিতে যোগ দিয়েছেন রিপা, পরের দিন অংশ নিয়েছেন অনুশীলনেও। এক বিবৃতিতে আরটিসি উইম্যান এফসি জানিয়েছে , “রিপা একজন প্রতিভাবান ফরোয়ার্ড। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলে নতুন গতি ও শক্তি যোগ করবেন এবং টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

রিপার ক্যারিয়ারের এই অন্যতম অর্জনের খবর পৌঁছেছে তার নিজ এলাকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এসেছে তাকে 'শুভ কামনা' জানানো অসংখ্য বার্তা। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি'র সদস্য মোহাম্মদ হোসেন  বলেন, ‘রিপার এই অর্জনের আমাদের জন্য গর্বের, সে অনেক দূর এগিয়ে যাবে এবং তার অনুপ্রেরণায় কক্সবাজার থেকে আরও উদীয়মান খেলোয়াড়রা সাফল্যমণ্ডিত হবে বলে আমাদের প্রত্যাশা।’

স্থানীয় ক্রীড়া সংগঠক শামসুল আলম সোহাগ জানান, 'দেশের হয়ে বয়সভিত্তিক নারী ফুটবল দলে খেলার অভিজ্ঞতা ছাড়াও বর্তমানে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে আমাদের রিপা, তার এই ধারা বজায় থাকুক।'

রিপার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। এই প্রতিভাবান ফুটবলারের ভাই ফারুক হোসেন বলেন, ‘অনেক বাধা ডিঙ্গিয়ে রিপা আজ এই পর্যায়ে পৌঁছেছে। দেশকে সে আরো ভালো কিছু দিক আমরা সেই কামনা করি, সবাই বোনের জন্য দোয়া করবেন।’

১৭ আগস্ট, লাওসে অনুষ্ঠিতব্য এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে নিজ দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে রিপাকে।


আমার বার্তা/জেএইচ