ফিটনেসের নতুন মানদণ্ডে পিছিয়ে তাসকিন-মুস্তাফিজ-শামীম

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শুক্রবার জিমে ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন। ছবি: বিসিবি

কয়েকবছর আগেও ফিটনেসের মানদণ্ডে তাসকিন আহমেদ ছিলেন অন্যদের জন্য উদাহরণ। গত একটা বছর ইনজুরির সঙ্গে লড়াই করা এই পেসার ফিটনেস টেস্টের নতুন মানদণ্ড ১৬শ’ মিটার দৌঁড় ও ৪০ মিটার স্পিন্ট্রে মানসম্মত ফলাফল দেখাতে পারেননি।

মুস্তাফিজুর রহমানের ফিটনেস এমনকি অনুশীলন তার একাগ্রতা নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। ইনজুরি প্রবণ এই বাঁ-হাতি পেসারও ফিটনেস টেস্টে প্রত্যাশা মেটাতে পারেননি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ব্যাচের তানজিম সাকিব, পারভেজ ইমন, শাহদাত হোসেন দিপুরা ভালো করেছেন। তবে শামীম পাটোয়ারি নির্ধারিত মানদণ্ডে পিছিয়ে ছিলেন।

রোববার জাতীয় স্টেডিয়ামের ফিটনেস ক্যাম্পে সবচেয়ে ভালো করেছেন তরুণ পেসার নাহিদ রানা। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া মুশফিকুর রহিম ভালো করেছেন।

নাহিদ রানা ১৬শ’ মিটার ৫ মিনিট ৩১ সেকেন্ডে দৌঁড়ে ২২ ক্রিকেটারের মধ্যে সেরা হয়েছেন। প্রথম গ্রুপে দ্বিতীয় হওয়া মিরাজ ৬ মিনিট ১ সেকেন্ড নিয়েছেন। ওই গ্রুপে মুশফিকুর রহিম ৬ মিনিট ১০ সেকেন্ডে শেষ করে তৃতীয় হয়েছেন।

দ্বিতীয় গ্রুপে তানজিম সাকিব ৫ মিনিট ৫৩ সেকেন্ডে দৌড়ে দ্বিতীয় হয়েছেন। শাহাদাত ৬ মিনিটে ও ইমন ৬ মিনিট ১৩ সেকেন্ডে শেষ করেছেন। সেখানে তাসকিন, মুস্তাফিজ ও শামীম ১৬শ’ মিটারের দৌড় শেষ করতে প্রায় ৮ মিনিট করে নিয়েছেন।

বিষয়টি নিয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘রানা সত্যিই অসাধারণ করেছে। অন্যরাও ভালো করেছে। তবে অল্প কয়েকজন ক্রিকেটার আমাদের প্রত্যাশা মেটাতে পারেননি।’ রোববারের এই ফিটনেস ক্যাম্পে টি-২০ অধিনায়ক লিটন দাস এবং ব্যাটার তাওহীদ হৃদয় ছিলেন না। ‘এ’ দলের নুরুল হাসান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান, আফিফ হোসেনও ক্যাম্প মিস করেছেন। 


আমার বার্তা/এমই